এতিম ছাত্রীর বিয়ের খরচ বহন করল মাদরাসা পরিচালনা কমিটি

ডিঙ্গেদহ প্রতিনিধি: মাদরাসার এতিম মেয়েকে যৌতুকবিহীন বিয়ের খরচ বহন করে দৃষ্টান্ত স্থাপন করলেন চুয়াডাঙ্গা সদর উপজেলার শংকরচন্দ্র ইউনিয়নের যুগিরহুদা মিলপাড়ার আয়েশা সিদ্দিকা (রা.) আদর্শ মহিলা কওমী মাদরাসার পরিচালনা কমিটি। এ ব্যাপারে মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি আলহাজ কবীর হোসেন বিশ্বাস বলেন, চুয়াডাঙ্গা সদর উপজেলার পদ্মবিলা ইউনিয়নের চন্ডিপুর গ্রামের মৃত শের আলীর দরিদ্র মেয়ে ফারজানা খাতুন (১৯) গতবছর মাদরাসার শিক্ষা শেষ করে। এ বছর একই ইউনিয়নের ধুতুরহাট গ্রামের কদর আলীর ছেলে সবুজ আলীর সাথে বিয়ের দিন ধার্য হয়। গতকাল শুক্রবার জুম্মার নামাজান্তে করোনার কারণে স্বল্প পরিসরে বিয়ে সম্পন্ন করা হয়। বিয়ের যাবতীয় খরচ বহন করেন যুগিরহুদা মিলপাড়ার পরিচালনা কমিটি। বিয়ের সংবাদটি এলাকায় ছড়িয়ে পড়লে মাদরাসা পরিচালনা কমিটিকে অভিনন্দন জানিয়েছেন এলাকার সুধীমহল। পাশাপাশি মাদরাসাটির উন্নয়নে সংসদ সদস্যের হস্তক্ষেপ কামনা করেছেন। ২০১৫ সালে স্থানীয়দের আর্থিক সহযোগিতায় এ মাদরাসাটি টিনের ছাপড়া দিয়ে প্রতিষ্ঠা করা হয়। মাত্র ৭ বছরের মধ্যেই মাদরাসাটি দ্বিতল ভবনে নির্মাণ করে আবাসিক মাদরাসায় পরিণত করা হয়। বর্তমানে ৩০জন এতিম মেয়ে ও ৫০জন অসহায় মেয়েসহ মোট ৪১০জন মেয়ে এই মাদরাসায় লেখাপাড়া করে। ১০০জন মেয়ে আবাসিকভাবে অবস্থান করে লেখাপড়া করে। এদের সমস্ত খরচ বহন হয় স্থানীয়দের আর্থিক সহায়তায়। এসময় উপস্থিত ছিলেন মাদরাসা পরিচালনা কমিটির সহসভাপতি কামরুজ্জামান কাঞ্চন, কোষাধ্যক্ষ হাজি আবু হানিফসহ মাদরাসা কমিটির সদস্য ও শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।

 

Comments (0)
Add Comment