করোনায় মৃত গ্রাহকের পরিবার পেলো ১০ লাখ টাকা

স্টাফ রিপোর্টার: করোনাভাইরাসে প্রাণ হারানো বগুড়ার এক সম্মুখ যোদ্ধার পরিবারের মাঝে ১০ লাখ টাকার চেক তুলে দিয়েছে ডায়মন্ড ওয়ার্ল্ড। চেক গ্রহণ করেন স্বর্গীয় ডা. নির্মলেন্দু চৌধুরীর স্ত্রী উষা রানী চৌধুরী। বগুড়া জেলা জুয়েলার্স সমিতির আয়োজনে গত ১৫ জানুয়ারি শুক্রবার আনুষ্ঠানিকভাবে ১০ লাখ টাকার চেক প্রদান করেন ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগরওয়ালা। অনুষ্ঠানে বাংলাদেশ জুয়েলার্স সমিতির সভাপতি, বগুড়া চেম্বারের প্রেসিডেন্ট ও বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপারসহ সূধী সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগরওয়ালা বলেন, ‘যেকোনো পরিস্থিতিতে গ্রাহকদের পাশে থাকাই আমার এবং আমার প্রতিষ্ঠানের ধর্ম। আমরা মনে করি আমাদের প্রতিটি কাস্টমারই আমাদের পরিবারের একেকটি সদস্য। আর আমরা আমাদের প্রতিটি সদস্যের পাশে থাকতে চাই, শুধু সুখের দিনে নয়, দুঃখের দিনেও।’
প্রাণঘাতী করোনাভাইরাসের (কোভিড-১৯) প্রাদুর্ভাব মোকাবেলায় দেশব্যাপী লকডাউনের শুরুতে অনেকেই যখন জীবন-মরণ ও লাভ-ক্ষতির হিসাব কষছিলো, তখনই যেকোনো অনাকাক্সিক্ষত পরিস্থিতিতে সকল গ্রাহকের পাশে থাকার স্বপ্ন দেখে ডায়মন্ড ওয়ার্ল্ড। তারই প্রেক্ষিতে ডায়মন্ড ওয়ার্ল্ডের দশ হাজার গ্রাহকের জন্য ১০ লাখ টাকার ফ্রি জীবনবীমার কথা ঘোষণা করা হয়। দশ হাজার গ্রাহকের জীবনবীমার পুরো প্রিমিয়ামই পরিশোধ করছে আইএসও স্বীকৃত প্রতিষ্ঠান ডায়মন্ড ওয়ার্ল্ড। করোনায় প্রাণ হারানো ডা. নির্মলেন্দু চৌধুরী ডায়মন্ড ওয়ার্ল্ডের গ্রাহক হওয়ায় তার পরিবার এ সহায়তা পেলো।

 

Comments (0)
Add Comment