করোনা মহামারীতেও মাস্ক ব্যবহার না করায় আলমডাঙ্গায় ১০ জনকে জরিমানা

আলমডাঙ্গা ব্যুরো: করোনা মহামারীতেও মাস্ক ব্যবহার না করায় আলমডাঙ্গায় ১০ জনকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়েছে। আলমডাঙ্গার সহকারী কমিশনার (ভূমি) হুমায়ুন কবীর নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় মাস্কবিহীন চলাফেরা করায় আলমডাঙ্গা রেল স্টেশনের আলাউদ্দিন মিষ্টান্ন ভান্ডারের মালিক আলাউদ্দিনকে ৭শ টাকা, পশুহাট এলাকার ইকরামুল অটো হাউজের মালিক নওজেশকে ১ হাজার টাকা, বিকাশ স্টোরের মালিক বিকাশকে ১ হাজার ৫শ টাকা, ইবি থানার আস্তানগরের জাহিদুল হাসানকে ৫শ টাকা, সাদা ব্রিজ মোড়ের মেসার্স তোফাজ্জেল হোসেন রাইস মিল মালিক তোফাজ্জেল হোসেনকে ২ হাজার টাকা, মনিরুল স্টোরের মালিক মনিরুল ইসলামকে ৫শ টাকা, আনন্দধাম ব্রিজ মোড়ে জহুরুলনগরের সবুজ আলীকে ৫শ টাকা, পুরাতন পাঁচলিয়ার জামালকে ৫শ টাকা, আনন্দধাম নার্সিং হোমের মালিক শরিফুল ইসলামকে ১ হাজার ৫শ টাকা, গোবিন্দপুর গ্রামের সাইদুল ইসলামকে ৩শ টাকা জরিমানা করেন। এ সময় আরমডাঙ্গা থানার পুলিশ পরিদর্শক তদন্ত এমএম সেলিম, এসআই আব্দুল গাফফার সঙ্গীয় ফোর্স নিয়ে উপস্থিত ছিলেন।

Comments (0)
Add Comment