কাগজপত্রবিহীন ৩৫ মোটরসাইকেল আটক : ৯১টির বিরুদ্ধে মামলা

জীবননগরে চুয়াডাঙ্গা ট্রাফিক পুলিশের ঝটিকা অভিযান

জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলায় চুয়াডাঙ্গা ট্রাফিক পুলিশের একটি টিম ঝটিকা অভিযান পরিচালনা করেছে। গতকাল বুধবার সকাল হতে কাগজপত্রবিহীন ও ট্রাফিক আইন অমান্য করে মোটরসাইকেল চালনাকারীদের বিরুদ্ধে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৩৫টি মোটরসাইকেল আটক ও ৯৩ জন মোটরসাইকেল চালকের বিরুদ্ধে এসময় মামলা দায়ের করা হয়েছে।

চুয়াডাঙ্গা ট্রাফিক পুলিশ সূত্রে জানা যায়, ট্রাফিক ইন্সপেক্টর শাহাবুদ্দিনের নেতৃত্বে ট্রাফিক ইন্সপেক্টর আমিরুল ইসলাম, ট্রাফিক ইন্সপেক্টর আহসান হাবিব, সার্জেন্ট মৃত্যুঞ্জয় বিশ^াস, সার্জেন্ট মাহবুব আলম ও সার্জেন্ট মনিরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে জীবননগর বাসস্ট্যান্ডে অভিযান পরিচালনা করেন। জীবননগর বাসস্ট্যান্ডে এসময় চেকপোস্ট বসানো হয়। চেকপোস্টে  চেকিংয়ের পর ১২৮টি সাময়িকভাবে জব্দ করা হয়। এর মধ্যে কাগজপত্র না থাকায় ৩৫টি মোটরসাইকেল আটক করে থানায় নেয়া হয়। বাকি ৯৩টি মোটরসাইকেলের কাগজপত্র ত্রুটি থাকায় মোটরসাইকেল চালকদের বিরুদ্ধে ট্রাফিক আইনে মামলা দায়ের করা হয়। টিআই শাহাবুদ্দিন উপরোক্ত তথ্য দৈনিক মাথাভাঙ্গাকে নিশ্চিত করেছেন।

Comments (0)
Add Comment