কার্পাসডাঙ্গার কানাইডাঙ্গায় বিয়ের প্রলোভনে দেহভোগের অভিযোগ

স্টাফ রিপোর্টার: দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের কানাইডাঙ্গা গ্রামের এক যুবতীকে বিয়ের প্রলোভনে দেহভোগের অভিযোগ উঠেছে। অভিযোগসূত্রে জানাগেছে, কানাইডাঙ্গা গ্রামের মো. আলাউদ্দিনের ছেলে মো. লাল্টু একই গ্রামের এক যুবতীকে বিয়ের প্রলোভনে দেহভোগ করে আসছে। ঘটনাটি জানার পর মেয়েপক্ষ বিয়ের জন্য ছেলেপক্ষকে চাপ সৃষ্টি করে। এ বিষয়ে মেয়েটি অভিযোগ করে বলেন, কানাইডাঙ্গা গ্রামের আলাউদ্দিনের ছেলে আমার সাথে দীর্ঘদিন প্রেমজ সম্পর্ক চলে আসছিলো। এরই সূত্র ধরে বিয়ের প্রলোভনে বিভিন্ন স্থানে শারীরিক সম্পর্কও স্থাপন করে। এখন বিয়ের জন্য বললে সে বিয়ে করতে চাচ্ছে না। আমি ছোট একটি পেশায় জড়িত ছিলাম। লাল্টু আমাকে বলে, বিয়ে করতে হলে চাকরিটা ছাড়তে হবে। তার কথামতো আমি চাকরি ছেড়ে বাড়ি চলে আসি। এরই মাঝে আমাকে বিয়ের কথা বলে মেহেরপুরে এক কাজি অফিসে নিয়ে গেলেও বিয়ে না করে কৌশলে চলে আসে। লাল্টু সরকারি চাকরি করে। এ ব্যাপারে আমি লাল্টুর বিরুদ্ধে থানায় অভিযোগ দেয়ার সিদ্ধান্ত নিয়েছি। এ বিষয়ে লাল্টুর বক্তব্য নেয়ার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। তবে তার পিতা আলাউদ্দিনের কাছে জানতে চাইলে তিনি জানান, আমার ছেলের সাথে তার কোনো সম্পর্ক নেই। ষড়যন্ত্র করে আমার ছেলেকে ফাঁসাতে চাচ্ছে। এ বিষয়ে দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল খালেকের কাছে জানতে চাইলে তিনি জানান, দামুড়হুদা থানায় মেয়েটি অভিযুক্ত লাল্টুর বিরুদ্ধে অভিযোগ করতে এসেছিলো।

Comments (0)
Add Comment