কার্পাসডাঙ্গার ব্যবসায়ী হবি মারা গেলেন দিনাজপুরে

কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গার চুল ব্যবসায়ী মো. হবি (৪০) হৃদরোগে আক্রান্ত হয়ে দিনাজপুরে মৃত্যুবরণ করেছেন। গতকাল সোমবার কার্পাসডাঙ্গা কবরস্থানে জানাজা শেষে দাফনকার্য সম্পন্ন হয়। হবি কার্পাসডাঙ্গা ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদরাসার অবসরপ্রাপ্ত দপ্তরি আবু বক্কর সিদ্দিকের ছোট ছেলে।

জানাগেছে, কার্পাসডাঙ্গা গ্রামের মাঝপাড়ার দুই সন্তানের জনক মো. হবি চুল ব্যবসায় করার জন্য দিনাজপুরে বসবাস করতেন। গত রোববার দিনগত রাত ১ টার দিকে নিজ বাসভবণে হৃদরোগে আক্রান্ত হয়। পরিবারের লোকজন দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে রওনা হলে পথিমধ্যে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মরদেহ সকালের দিকে নিজ গ্রামের বাড়ি কার্পাসডাঙ্গায় নিয়ে এলে গ্রামে শোকের ছায়া নেমে আসে। মৃত্যুকালে পিতা, স্ত্রী, দুই মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। গতকাল বেলা ২ টার দিকে কার্পাসডাঙ্গা কবরস্থানে বিভিন্ন শ্রেণি-পেশার মুসুল্লিদের উপস্থিতিতে মৃত ব্যক্তির জানাজা শেষে দাফনকার্য সম্পন্ন হয়। চুল ব্যবসায়ী হবির মৃত্যুতে কার্পাসডাঙ্গা ইউনিয়ন আ.লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদরাসার গভর্নিং বডির সভাপতি আব্দুস সালাম বিশ্বাস, বাংলাদেশ হেয়ার প্রসেসিংয়ের সভাপতি হাসিবুজ্জামান শহিদ বিশ্বাস, সাধারণ সম্পাদক লিয়াকত আলী, শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

Comments (0)
Add Comment