কার্পাসডাঙ্গায় অবৈধভাবে নির্মিত দোকানঘরের দেয়াল ভেঙে চলাচলের রাস্তা উন্মুক্ত

 

কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গায় অবৈধভাবে গড়ে তোলা দোকানঘরের দেয়াল ভেঙে জনসাধারণের জন্য চলাচলের রাস্তা উন্মুক্ত করে দিলেন উপজেলা নির্বাহী অফিসার সানজিদা বেগম। উপজেলা প্রশাসনসূত্রে জানাগেছে, গত শনিবার দুপুরের দিকে কার্পাসডাঙ্গার ভূমিহীনপাড়ায় জনসাধারনের চলাচলের জন্য অবৈধভাবে নির্মাণ করা দোকানঘরের দেয়াল ভেঙে উন্মুক্ত করে দেয়া হয়েছে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সানজিদা বেগম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত কুমার সিংহ, ইউপি চেয়ারম্যান আব্দুল করিম, ইউনিয়ন ভূমি কর্মকর্তা সাদ আহম্মেদ।

উপজেলা নির্বাহী অফিসার সানজিদা বেগম জানান, অবৈধ দখল থেকে খাসজমি উদ্ধার কাজ অব্যাহত থাকবে। এ কাজের জন্য কার্পাসডাঙ্গা ইউপি চেয়ারম্যান আব্দুল করিম বিশ্বাস, ইউপি সদস্য ও ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।

Comments (0)
Add Comment