কার্পাসডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানে ব্যবসাপ্রতিষ্ঠানে জরিমানা

কার্পাসডাঙ্গা / ভ্রাম্যমাণ প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা বাজারে ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানে ব্যবসাপ্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার বেলা ১২ টার দিকে বাজারের রউফ স্টোরকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫২ ধারায় ৫শ টাকা এবং হোটেল আল ইসলামকে ভোক্তা অধিকার সংরক্ষণ ২০০৯ এর ৫২ ধারায় এক হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নেতৃত্বে ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট শিবানী সরকার। অপরদিকে বাজারে একই সময়ে ইউনুচ স্টোরকে পাটজাতদ্রব্য মোড়ক বাধ্যতামূলক ব্যবহার ২০১০ এর ১৪ ধারায় দুই হাজার টাকা এবং একই আইনে বিল্লাল স্টোরকে ৫শ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় নেতৃত্বে ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ফিরোজ হোসেন। ভ্রাম্যমাণ আদালতের সহযোগিতায় ছিলেন অফিস সহায়ক আমির হোসেন ও গাজী রহমান।

Comments (0)
Add Comment