কার্পাসডাঙ্গায় মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গায় মহান স্বাধীনতার সুর্বণজয়ন্তী যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ ও বীরত্বগাঁথা মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান শীর্ষক আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে কার্পাসডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ইউপি সদস্য আলমগীর হোসেনের সভাপতিত্বে আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন ইউপি চেয়ারম্যান আব্দুল করিম বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুস সালাম বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক জাহিদুর রহমান মুকুল, বীর মুক্তিযোদ্ধা মো. নুর ইসলাম, শিক্ষক কুলছুম খাতুন, নাজমুল হোসেন, ইউপি সচিব মহিউদ্দিন, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। এছাড়া এলাকার বিভিন্নস্থানে মহান স্বাধীনতার সুর্বণজয়ন্তী যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ ও বীরত্বগাঁথা মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান শীর্ষক আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

Comments (0)
Add Comment