কার্পাসডাঙ্গায় শিক্ষার্থীদের মাঝে কোরআন বিতরণ

 

কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গায় শিক্ষার্থীদের মাঝে পবিত্র কোরআন শরীফ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে কার্পাসডাঙ্গা ইসলামিয়া প্রি-ক্যাডেট ও বেবি টিচিং সেন্টারে এক অনুষ্ঠানের মাধ্যমে কোমরপুর গ্রামের কৃতি সন্তান এএসআই রাজু আহম্মেদ রাজনের ব্যক্তিগত উদ্যোগে এসব কোরআন শরীফ বিতরণ করা হয়। প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মাও. আব্দুর রশিদের সভাপতিত্বে কোরআন শরীফ বিতরণকালে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ বেগম রোকেয়া খাতুন, শিক্ষক নাছরিন নাহার, রিক্তা খাতুন, মেহেদী হাসান, আশিকুর রহমান, সাগরিকা খাতুন, সুলতানা রাজিয়া, বিউটি খাতুন, সাদিকুন নাহার, সামসুর নাহার, রাজিয়া খাতুন, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ। প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক মাও. আব্দুর রশিদ বলেন, পবিত্র কোরআন হচ্ছে মহান আল্লাহর পক্ষ থেকে আমাদের সবার জন্য একটি উত্তম সংবিধান ও পরিপূর্ণ জীবন ব্যবস্থা। এটি অবতীর্ণ হয়েছে বিশ্ব মানবতার মুক্তি, সৎ আর সত্যের পথ দেখানোর জন্য। আমার প্রতিষ্ঠানের এক শিক্ষার্থীর অভিভাবক কোমরপুর গ্রামের মৃত ডা. ফজলুল হকের ছেলে পুলিশের এএসআই রাজু আহম্মেদ রাজন তার পক্ষ থেকে ২০ জন শিক্ষার্থীদের মাঝে কোরআন শরীফ বিতরণ করা হয়েছে। প্রতি বছর সে এই মহতী উদ্যোগ গ্রহণ করেন। এএসআই রাজু আহম্মেদ রাজন বলেন, পবিত্র আল কোরআনের বাণী শিক্ষার্থীদের হাতে হাতে ছড়িয়ে দিতে আমার এই ক্ষুদ্র প্রয়াস। আমার বাবা-মা আত্মীয় স্বজনসহ যারা এই পৃথীবি ছেড়ে চলে গেছেন সকলের আত্মার শান্তি কামনায় আমি প্রতিবছর কোরআন শরীফ বিতরণ করে থাকি।

Comments (0)
Add Comment