কার্পাসডাঙ্গায় স্কুলের সিমানা প্রাচীর নির্মাণ কাজের উদ্বোধন 

 

স্টাফ রিপোর্টার: উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে বিভিন্ন স্থান পরিদর্শন করেছেন দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান আলি মুনসুর বাবু। গতকাল সোমবার তিনি উপজেলা ডুগডুগি পশু হাট ও কার্পাসডাঙ্গা মাছের হাট পরিদর্শন করেন। এছাড়াও কার্পাসডাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের বহুল প্রতিক্ষীত সীমানা প্রাচীর নির্মাণ কাজের উদ্বোধন করেন। দামুড়হুদা অফিস জানিয়েছে, দামুড়হুদার ডুগডুগি পশুহাট পরিদর্শন করেছেন উপজেলা চেয়ারম্যান আলি মুনছুর বাবু। গতকাল সোমবার দামুড়হুদার হাউলী ইউনিয়নের ডুগডুগি পশু হাটটি পরিদর্শন করেন দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান আলী মুনছুর বাবু। এ সময় উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা বেগম, উপজেলা প্রকৌশলী খালিদ হোসেন, উপজেলা নির্বাহী অফিসের সিএ ফয়জুল করিম, হাউলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) নিজাম উদ্দিন, ইউপি সদস্য শহিদুল ইসলাম, শাহাজামাল হোসেন, রিকাত আলী, হাউলী ইউপি সচিব নঈম উদ্দীনসহ স্থানীয় নেতৃবৃন্দ। এ সময় দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনছুর বাবু বলেন, ডুগডুগি পশু হাটটি একটি ঐতিহ্যবাহী পশু হাট। দীর্ঘ দিন এ হাটের উন্নয়নে কোনো উন্নয়ন মূলক কাজের প্রকল্প বাস্তবায়িত হয়নি। এবার এ হাটের সমস্যা গুলো চিহ্নিত করে হাটের উন্নয়নে যা যা করার তাই করা হবে। কার্পাসডাঙ্গা/ভ্রাম্যমাণ প্রতিনিধি জানিয়েছেন, দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে সীমানা প্রাচীর নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার সকাল ১০ টার দিকে উপজেলা পরিষদের চেয়ারম্যান আলি মুনছুর বাবু এ নির্মাণ কাজের উদ্বোধন করেন। উদ্বোধনকালে বিদ্যালয়ের শিক্ষার্থীদের অনেক দাবি তিনি পূরণও করেন। এ সময় তিনি বলেন বহুল প্রতিক্ষীত সীমানা প্রাচীর নির্মাণ কাজের উদ্বোধন করে ভালো লাগলো। কারন বিদ্যালয় কর্তৃপক্ষের দীর্ঘদিনের এটি চাওয়া ছিলো। বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার। দেশে হাজার হাজার নতুন শিক্ষা প্রতিষ্ঠান নির্মান করে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার কল্যাণে শিক্ষা ব্যবস্থার উন্নয়ন হয়েছে। বছরের প্রথম দিনেই তিনি নতুন বই তুলে দিচ্ছেন শিক্ষার্থীদের হাতে। শুধু তাই নয় স্কুল ড্রেস, উপবৃত্তিসহ নানান সুযোগ সুবিধা এই সরকার দিয়েছে। উপস্থিত ছিলেন কার্পাসডাঙ্গা ইউপি চেয়ারম্যান আব্দুল করিম, কার্পাসডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজির আহম্মেদ, যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুস সালাম বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক জাহিদুর রহমান মুকুল, মখলেছুর রহমান রিপন, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মালেক, আওয়ামী লীগ নেতা মো. ইস্রাফিল, শহিদুল সর্দ্দার, সবুর মেম্বার, রবিউল ইসলাম, সাইদুর রহমান সাইদ, প্রধান শিক্ষক মো. মনিরুজ্জামান, প্যানেল চেয়ারম্যান মনিরুজ্জামান মন্টু, বিল্লাল হোসেন, ইউপি সদস্য সুমিয়া খাতুন, আওয়ামী লীগ নেতা আবুল কাশেম, নাজমুল হোসেন গেগার, মনিরুল, জিয়াউর, রফিকুল ইসলাম, সাধন মন্ডল, আতিয়ার, শিক্ষক আকলিমা খাতুন, রাফিয়া খাতুন, জেসমিন আরা, মো. মহিবুল্লাহ, জাহিদুল ইসলাম, খায়রুল বাশার, মো. শামিম, মো. লাভলু, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজ কচি, প্রচার সম্পাদক মেহেদী হাসান মিলন, ছাত্র লীগের সাধারণ সম্পাদক সানাউল কবির শিরিন প্রমুখ। এরআগে তিনি কার্পাসডাঙ্গা মাংস ও মৎস্য বাজারের নির্মাণ কাজ পরিদর্শন করেন।

 

Comments (0)
Add Comment