কার্পাসডাঙ্গা বাজারে ভয়াবহ আগুনে পুড়ে ছাই হাসি ফুড বেকারি : ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে হাসি ফুড নামে একটি বেকারি পুড়ে ছাই হয়ে গেছে। তবে আশেপাশের দোকানপাট অল্পের জন্য রক্ষা পেয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। রবিবার ভোরের দিকে এ অগ্নিকা-ের ঘটনা ঘটে। অগ্নিকা-ে অন্তত ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতির দাবি করেছেন বেকারির মালিক শহিদুল ইসলাম। ৯৯৯ এ ফোনের মাধ্যমে অগ্নিকান্ডের খবর পেয়ে দর্শনা ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে ঘণ্টাখানেক চেষ্টার পর আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে। তবে আগুন নিয়ন্ত্রণে আনার আগেই বেকারির সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
বেকারির মালিক শহিদুল ইসলাম বলেন, ভোরের দিকে যখন আগুন লাগার সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসি। স্থানীয়দের সহায়তায় সবাই মিলে চেষ্টা করি আগুন নিয়ন্ত্রণে আনার জন্য পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগেই বেকারিতে থাকা মালামাল, মেশিন পুড়ে যায়। এতে আমার প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। গতরাতে বেকারিতে অনেক টাকার কাঁচামাল এনেছিলাম। রাতে বেকারিতে কোনো শ্রমিক ছিলো না। এদিকে খবর পেয়ে ইউপি চেয়ারম্যান আব্দুল করিম ঘটনাস্থল পরিদর্শন করেন। স্থানীয় বাসিন্দা হাফেজ মাও. ওমর ফারুক বলেন, ফজরের নামাজের জন্য ওযু করতে বাইরে বের হয়েছিলাম। ওপরের দিকে তাকিয়ে ধোয়া দেখতে পাই। পরে আমার মেয়ে ৯৯৯ নাম্বারে ফোন দিয়ে আগুন লাগার তথ্য জানায়। খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসের গাড়ি এসে তারা আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়ে আসে। কিন্তু তার আগেই সব পুড়ে ছাই হয়ে যায়। তবে দ্রুত ফায়ার সার্ভিসের গাড়ি আসার কারনে বেকারির পাশের দোকানপাটসহ বাড়ি ঘরের কোনো ক্ষতি হয়নি বলে মন্তব্য করেন স্থানীয়রা। ইউপি চেয়ারম্যান আব্দুল করিম বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসি। আগ্নিকান্ডে অনেক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে মালিকের।

Comments (0)
Add Comment