কার্পাসডাঙ্গা মিশনপল্লির খ্রিষ্টান কবরস্থানের রাস্তাটি পাকাকরণের দাবি

কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা মিশনপল্লির খ্রিষ্টান কবরস্থানে যাওয়ার একমাত্র রাস্তাটি পাকাকরণের দাবি জানিয়েছে স্থানীয়রা। যাতায়াতের এই রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। বিশেষ করে বর্ষার সময় যানবাহন চলাচল একেবারে বন্ধ হয়ে যায়। মিশনপল্লির স্থানীয়রা জানায়, কবরস্থানের একমাত্র গুরুত্বপুর্ণ রাস্তাটিতে এই বর্ষায় একাধিক স্থানে সৃষ্টি হয়েছে বড় বড় গর্তের। ট্রাক্টর সহ বিভিন্ন যানবাহন চলাচল করার কারণে বর্তমানে খানাখন্দের সৃষ্টি হয়েছে। মিশনপল্লিতে যারা মারা যান তাদের অন্ত্যেষ্টিক্রিয়া করার পর কবর দেওয়ার জন্য কবরস্থানে নিয়ে যাওয়া হয়। কিন্তু বর্ষার সময় আমরা এই রাস্তা দিয়ে নিয়ে যেতে পারি না। বিকল্প উপায়ে আমরা মুচির বটতলা ঘুরে লাশ নিয়ে যেতে হয় কবরস্থানে। এতে অনেক ভোগান্তিতে পড়তে হয়। রাস্তাটি দিয়ে প্রতিদিন শতশত মানুষ মাঠে যায়। এছাড়াও রাস্তাটি দিয়ে মিশন হাসপাতালে আসে অনেক রুগীরা। তাদেরও আসতে অনেক কষ্ট হয়। এবিষয়ে সচেতনব্যক্তি মনোয়ার হোসেন বলেন, খ্রীষ্টান সম্প্রদায়ের মানুষ মারা গেলে বিশেষ করে বর্ষার সময় লাশ করবে নিয়ে যাওয়ার সময় তাদের অনেক কষ্ট হয়। তাছাড়া এখানে হাসপাতাল রয়েছে হাসপাতালে যাওয়ার সময় অনেক কষ্ট হয় রোগীদের। বিষয়টির প্রতি সুদৃষ্টি কামনা করছি উপর মহলের। এবিষয়ে চার্চের সম্পাদক জয়ন্ত মন্ডল জানান, বর্ষার সময় কবরস্থানে লাশ নিয়ে যাওয়ার সময় অনেক ভোগান্তি পোহাতে হয়। রাস্তাটি পাকাকরণের দাবি জানাচ্ছি।

Comments (0)
Add Comment