কালীগঞ্জ প্রতিনিধি: নাইটগার্ড না থাকায় প্রায় প্রতি নিয়ত কালীগঞ্জ প্রাথমিক বিদ্যালয়ে চুরি হচ্ছে। এ চুরি কোনো অবস্থাতেই থামাতে পারছেনা পুলিশ প্রশাসন ও প্রাথমিক শিক্ষা অফিস। গত শনিবার ২৬ জুলাই রাতে নলডাঙ্গা ভূষণ প্রাথমিক বিদ্যালয়ের জানালার গ্রিল কেটে চোরেরা বিদ্যালয়ের ক্লাসরুমের চারটি ফ্যান নিয়ে গেছে। ঝামেলা এড়াতে কিছু কিছু বিদ্যালয় চুরি হলেও কর্তৃপক্ষকে না জানিয়ে শিক্ষকরা ম্যানেজ করে নিচ্ছে বলে জানা গেছে। তাছাড়া চোরের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য ইদানিং অধিকাংশ বিদ্যালয়গুলি ছুটির পর কম্পিউটার, প্রিন্টার, প্রজেক্টরসহ নামিদামি মালামাল নিকটের শিক্ষক অথবা অভিভাবকদের বাড়িতে রাখছে বলে জানা গেছে। গত তিন মাসে কমপক্ষে ১০টি বিদ্যালয়ে চুরি হয়েছে। এ পর্যন্ত চুরি হওয়া মালামাল উদ্ধার অথবা চোরদের গ্রেফতার করতে পারেনি কালীগঞ্জ থানা পুলিশ। মহাবিপদের মধ্যে আছে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা। কোন বিদ্যালয়ের মালামাল চুরি হলে, পুলিশের নানা প্রশ্নের জর্জরিতসহ হুমকি ধামকি শিকার হতে হচ্ছে প্রধান শিক্ষককে। প্রাথমিক শিক্ষা অফিসারও কমে ছাড়ছে না, তারাও নানা কথা শোনাচ্ছে প্রধান শিক্ষককে। প্রাথমিক বিদ্যালয়গুলি চুরির হাত থেকে রক্ষা পেতে হলে নাইটগার্ড নিয়োগ দেয়া একান্ত প্রয়োজন বলে ভুক্তভোগী ও এলাকাবাসী মনে করেন।