কালীগঞ্জে মাছ ধরাকে কেন্দ্র করে মা-ছেলেকে কুপিয়ে জখম

কালীগঞ্জ প্রতিনিধি মাথাভাঙ্গা অনলাইন: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারপাখিয়া গ্রামে মাছ ধরাকে কেন্দ্র করে মা ও ছেলেকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। সোমবার দুপুরে এ ঘটনা ঘটে। আহতরা হলেন উপজেলার বারপাখিয়া গ্রামের জামিরুল ইসলামের ছেলে রাজা হোসেন (২১) ও তার মা কাকলী খাতুন (৩৮)।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মাছ ধরাকে কেন্দ্র করে বারপাখিয়া গ্রামের জামিরুল ইসলাম ও শওকত আলী এ দুই পরিবারের মধ্যে বিরোধ চলে আসছিলো। সোমবার সেই বিরোধের জের ধরে শওকত ও তার ছেলে শামিম, সবুজ ও শহিদসহ ৬/৭ জন দেশীয় অস্ত্র নিয়ে রাজাকে কুপিয়ে জখম করে।

এ সময় রাজার মা কাকলী ছেলেকে বাঁচাতে এগিয়ে গেলে তাকেও কুপিয়ে জখম করে। তাদের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে শওকত আলীরা পালিয়ে যায়। স্থানীয়রা রাজা ও তার মা কাকলী খাতুনকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন আছেন।

কালীগঞ্জ থানার ওসি মুহা. মাহফুজুর রহমান মিয়া জানান, খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছিলো। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত। ওই ঘটনায় থানাতে এখনো কেউ কোনো অভিযোগ দেয়নি বলে জানান তিনি।

Comments (0)
Add Comment