কালীগঞ্জে মা-মেয়েকে মারধর : কোলের সন্তানকেও ছুড়ে ফেলা হয় মাটিতে

কালীগঞ্জ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কাশিপুর বেঁদেপল্লীতে মা-মেয়েকে মারধর করার অভিযোগ পাওয়া গেছে। এ সময় কোলে থাকা তিন বছরের শিশুকেও মাটিতে ছুড়ে ফেলা হয়েছে। গতকাল বুধবার সকালে এ ঘটনা ঘটে। আহতরা হলেন কাশিপুর এলাকার রঙমালা বেগম (৬০), তার দুই মেয়ে মৌসুমী পারভীন (২৮) ও শাবনুর খাতুন (২৫)। এর মধ্যে মৌসুমী পারভীনের ডান হাত ও ডান পায়ে লাঠি দিয়ে পিটিয়ে জখম করা হয়েছে। বৃদ্ধ রঙমালা বেগম জানান, তাদের বাড়ির মিটার ভাঙার ঘটনায় পুলিশকে খবর দেয়া হয়েছে। পুলিশ আসায় প্রতিপক্ষ রাসেল, ফয়সাল, আলমগীর, রাজাসহ কয়েকজন বুধবার সকালে বাড়িতে আসে। এ সময় তারা অশ্লীল ভাষায় গালিগালাজ করতে থাকে। এ সময় তার মেয়ে মৌসুমী প্রতিবাদ করলে লাঠি দিয়ে মারধর করতে থাকে। তাকে রক্ষা করতে গেলে তাকেও মারধর করে। মেয়ের কোলে থাকা তিন বছরের শিশুকে মাটিতে ছুড়ে ফেলে দেয় তারা। আহত মৌসুমী পারভীন জানান, গতকাল রাতে তাদের বাড়ির বৈদ্যুতিক মিটার ভেঙে ফেলা হয়। এর পর তারা বিষয়টি পুলিশকে জানায়। পুলিশ আসায় তারা ক্ষিপ্ত হয়ে বুধবার সকালে বাড়িতে গিয়ে মারধর করে। এ সময় তার কোলে থাকা শিশুকে ছুড়ে মাটিতে ফেলে দেয়। রাসেলের নেতৃত্বে তাদের ওপর হামলা করা হয়। অভিযুক্ত রাসেল আহমেদ মারধরের বিষয় অস্বীকার করে জানান, তারা নিজেরা নিজেদের মিটার ভেঙে অন্যের ওপর দোষ চাপিয়েছে। কালীগঞ্জ থানার এসআই সেকেন্দার আবু জাফর জানান, গতকাল রাতে মিটার ভাঙাকে কেন্দ্র করে মারধরের বিষয়টি শুনে তিনি ঘটনাস্থলে গিয়েছিলেন। এর পর আর বিস্তারিত কিছু জানেন না।

Comments (0)
Add Comment