কুষ্টিয়ার মিরপুর রেলস্টেশনের নতুন স্টেশন মাস্টারের তাৎক্ষণিক নিয়োগ, ডাউন সিগন্যালের কার্যক্রম চালু এবং বাকি দফাগুলো পূরণের আশ্বাসে অবরোধ কর্মসূচি স্থগিত

কুষ্টিয়া প্রতিনিধি:কুষ্টিয়ার মিরপুর রেলস্টেশনের তাৎক্ষণিকভাবে স্টেশন মাস্টার নিয়োগ এবং ডাউন সিগন্যালের কার্যক্রম চালু করার প্রেক্ষিতে চার ঘন্টা ব্যাপী অবরোধও বিক্ষোভ কর্মসূচি স্থগিত করেছে মিরপুর উপজেলা উন্নয়ন কর্তৃপক্ষ। আজ ১৫ ডিসেম্বর সোমবার সকাল দশটায় শুরু হাওয়া এ অবরোধ কর্মসূচির মাধ্যমে খুলনা থেকে রাজশাহী গামী কপোতাক্ষ এক্সপ্রেস এবং রাজশাহী থেকে খুলনা গামী মহানন্দা এক্সপ্রেস ট্রেন দুইটা আটকে রেখে ৪ ঘন্টা ব্যাপী বিক্ষোভের পর ডিসির প্রতিনিধি এবং মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার মধ্যস্থতায় রেলওয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে টেলি যোগাযোগের মাধ্যমে চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার কামরুজ্জামানকে তাৎক্ষণিকভাবে মিরপুর স্টেশনের স্টেশন মাস্টার হিসাবে পদায়ন করা হয় এবং আউট সিগন্যাল উঠিয়ে নিয়ে দীর্ঘদিন পর স্টেশনের স্বাভাবিক কার্যক্রম চালু করা হয়। বাকি দাবিগুলো পর্যায়ক্রমে পূরণের আশ্বাস প্রদান করা হয় এরই পরিপ্রেক্ষিতে অবরোধ কার্যক্রম স্থগিত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মিরপুর উপজেলা উন্নয়ন কমিটির আহবায়ক রহমত আলী রব্বান, সদস্য সচিব অধ্যাপক মামুনুর রহমান, বাংলাদেশ জামাত ইসলামের মনোনীত সংসদ সদস্য প্রার্থী আব্দুল গফুর, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র সংসদ সদস্য প্রার্থী এডভোকেট রাগিব রউফ চৌধুরী, বাংলাদেশ খেলাফত মজলিস এর সংসদ সদস্য প্রার্থী হাফেজ মাওলানা মুফতি আরিফুজ্জামান আরিফ সহ স্থানীয় নেতৃবৃন্দ। উল্লেখ্য এ অবরোধ কর্মসূচিতে প্রায় পাঁচ সহস্রাধীক মানুষ অংশগ্রহণ করেন।