কুড়িয়ে পাওয়া মোবাইল ফেরত দিয়ে সততার দৃষ্টান্ত স্থাপন করলেন কার্পাসডাঙ্গার মতিন

 

কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা বাজারের সড়কে কুড়িয়ে পাওয়া দামী মোবাইল প্রকৃত মালিককে ফেরত দিয়ে সততার দৃষ্টান্ত স্থাপন করেছেন কার্পাসডাঙ্গা শাখার বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল মতিন খশরু। মঙ্গলবার বেলা ১১ টার দিকে উপযুক্ত প্রমাণ সাপেক্ষে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে কাস্টমমোড়ে মোবাইল মালিককে ফেরত দেন তিনি। এ সময় আব্দুল মতিন খশরু বলেন কাস্টমমোড়ে আমার কাউন্টারের সামনের সড়কের উপর একটি দামী মোবাইল পড়ে থাকতে দেখে তা কুড়িয়ে পাই। অনেক সময় পর হারিয়ে যাওয়া মোবাইলে কল দিলে রিসিভ করে আমি ঠিকানা দিলে মোবাইলের মালিক এসে প্রমাণসহ মোবাইলটি নিয়ে যায়। মোবাইলের মালিক জসিম উদ্দিন বলেন, পকেট থেকে মোবাইলটি কখন যে রাস্তায় পড়ে গিয়েছিল তা বুঝতে পারিনি। হারিয়ে যাওয়া মোবাইলটির জন্য খুব কষ্টে ছিলাম। কখনো ভাবিনি আবার ফেরত পাব। মতিন ভাইয়ের সততায় ফিরে পেয়েছি।

Comments (0)
Add Comment