কুড়ুলগাছিতে হতদরিদ্রদের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী বিতরণ

কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের বিভিন্ন গ্রামে করোনা ভাইরাসের কারনে কর্মহীন হয়ে পড়া হতদরিদ্র দিনমজুরদের বাড়ি বাড়ি খাবার পৌছে দিয়েছেন দৈনিক সকালের সময়ের সম্পাদক ও প্রকাশক মো. নুর হাকিম। গতকাল রোববার কুড়ুলগাছি ইউনিয়নের ফুলবাড়ি, বুইচিতলা, সদাবরি, ঠাকুরপুর, বেদেপুতাসহ বিভিন্ন গ্রামে হত দরিদ্র দিনমজুরসহ দুই শতাধিক পরিবারকে খাদ্য সামগ্রী পৌঁছে দেন মো. নূর হাকিম। দিনব্যাপী ইউনিয়নের প্রত্যেকটি ওয়ার্ডে গিয়ে তিনি এসব হতদরিদ্রদের বাড়িতে বাড়িতে পৌঁছে দিয়েছেন এ খাদ্য সামগ্রী। এতে চাল-ডাল, পেঁয়াজ, রসুন, তেল, সাবান ও লবণসহ স্বাস্থ্য সুরক্ষার সামগ্রীর একটি করে প্যাকেট নিম্ন আয়ের একটি পরিবারের ৭ দিনের খাবার দুই শতাধিক দরিদ্র মানুষের হাতে তুলে দেন। খাদ্য সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন টুটুল মিয়া, আব্দুস সামাদ, আব্দুর রশিদ, নজরুল ইসলাম, শামিম রেজা, দৈনিক সকালের সময়েল জেলা প্রতিনিধি আজাদ আলী, শিমুল রেজা, মানিক প্রমুখ।

Comments (0)
Add Comment