কুড়–লগাছি ধান্যঘরায় জোরপূর্বক গৃহবধূকে ধর্ষণ চেষ্টা

কুড়ুলগাছি প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের ধান্যঘরা গ্রামে জোরপূর্বক গৃহবধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। গত শুক্রবার রাতে কুড়–লগাছি ইউনিয়নের ধান্যঘরা গ্রামে স্বামী বাড়িতে না থাকায় এক সন্তানের জননীর ঘরে জোরপূর্বক প্রবেশ করে ধর্ষণের অপচেষ্টা চালায় একইপাড়ার দবিরের ছেলে স্বপন। এ সময় গৃহবধূ চিৎকার করলে স্থানীয়রা দ্রুত ছুটে আসলে লম্পট স্বপন দ্রুত পালিয়ে যায়। পরে গৃহবধূ জানান স্বপন রাতে তার ঘরে ঢুকে তার মুখ চেপে ধরে ধর্ষনের চেষ্টা চালায়। এ ঘটনায় গৃহবধূর স্বামী গুরুতর অসুস্থ হয়ে দামুড়হুদা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। এদিকে স্থানীয় জনপ্রতিনিধি সিদ্দিকুর রহমান কাবিল বলেন, বিষয়টি আমি শুনেছি এর বেশি কিছু জানি না। গ্রামের লোকজন জানিয়েছে স্বপন খুবই বেপরোয়া; তার শাস্তি হওয়া দরকার। স্বপনের লোকজন টাকা বিনিময়ে গোপনে আপস মীমাংসার চেষ্টা করছে বলে জানা গেছে।

Comments (0)
Add Comment