কোটচাঁদপুরে কৃষকের মৃত্যুর ঘটনায় হত্যা মামলা দায়ের

কোটচাঁদপুর প্রতিনিধি: ঝিনাইদহের কোটচাঁদপুরে ধান ঝাড়াকে কেন্দ্র করে প্রতিবেশীর চড়-থাপ্পড়ে বদর উদ্দিন বুদো (৬৩) নামে এক কৃষকের মৃত্যুর ঘটনায় ৩০৪ ধারায় হত্যা মামলা দায়ের হয়েছে। গতকাল শুক্রবার সকালে নিহতের ছেলে মনিরুল ইসলাম বাদী হয়ে ৫ জন আসামির নাম উল্লেখ পূর্বক কোটচাঁদপুর থানায় এ হত্যা মামলা দায়ের করেন।

এদিকে পুলিশ লাশ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালমর্গে পাঠিয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার বলুহর গ্রামের প্রোজেক্ট পাড়ায় প্রতিবেশী মৃত শওকত ম-লের ছেলে জিয়া ম-ল ও তার পরিবারের সঙ্গে ধান ঝাড়াকে কেন্দ্র করে নিহত বুদোর বাকবিত-া হয়। এক পর্যায়ে জিয়া ও তার পরিবারের লোকজন বুদোকে এলোপাতাড়ি লাথি, কিলঘুষি ও চড়-থাপ্পড় মারে। এতে বুদো অসুস্থ হয়ে গেলে তাকে প্রথমে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য সন্ধ্যায় যশোর জেনারেল হাসপাতালে নেয়া হলে পথিমধ্যে তার মৃত্যু হয়। নিহত বদর উদ্দিন বুদো ওই গ্রামের মৃত ছোবাহান ম-লের ছেলে। কোটচাঁদপুর থানার অফিসার ইনচার্জ মাহবুবুল আলম জানান, প্রাথমিকভাবে মৃতের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালমর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে গতকাল শুক্রবার (৩০৪ ধারায় অপরাধ জনক) হত্যা মামলা দায়ের করেছেন। ওসি জানান, আসামিদের গ্রেফতারে জন্য অভিযান চলছে।

Comments (0)
Add Comment