কোটচাঁদপুর প্রতিনিধি: ঝিনাইদহের কোটচাঁদপুরে ২০২২-২৩ সালের শ্রেষ্ঠ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। উপজেলার এসএসসি সমমান ও এইচএসসি সমমানের ৩৯জন শ্রেষ্ঠ শিক্ষার্থীর মাঝে এ পুরস্কার বিতরণ করা হয়। গতকাল সোমবার কোটচাঁদপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও জেলা শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার কাজী আনিসুল ইসলাম। এতে প্রধান অতিথি ছিলেন-কোটচাঁদপুর সরকারি খন্দকার মোশাররফ হোসেন কলেজের অধ্যক্ষ ড. শেখ মো. আমানুল্লাহ। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন-জেলা শিক্ষা অফিসার মো. লুৎফর রহমান, জামায়াতের কেন্দ্রীয় সুরা সদস্য ও পৌর কলেজের গভর্নিংবডি’র সভাপতি মতিয়ার রহমান, উপজেলা বিএনপির সভাপতি ও পৌর মহিলা কলেজের গভর্নিং বডির সভাপতি আব্দুর রাজ্জাক, পৌর বিএনপির সভাপতি ও মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সভাপতি সালাউদ্দীন বুলবুল সিডল, কামিল মাদরাসার অধ্যক্ষ মো. বাহরুল ইসলাম, জালালপুর মাধ্যমিক বিদ্যলয়ের প্রধান শিক্ষিকা আক্তার জাহান, সাফদারপুর মুনসুর আলী একাডেমির প্রধান শিক্ষক অমিন উদ্দীন, ছাত্র সমন্বয়ক হৃদয় আহ্সান, শিক্ষার্থীদের অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন-আনোয়ার হোসেন, স্বগত বক্তব্য রাখেন-উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার অশোক কুমার সরকার। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চলনায় ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার ফারুক আহাম্মদ।