খ্যাতনামা ম্যাজিশিয়ান কোর্টচাঁদপুরের মন্টু আর নেই

স্টাফ রিপোর্টার: দেশের নামকরা জাদুশিল্পী মো. শাহ্কার আলী মন্টু (৭৯) আর নেই। করোনা উপসর্গ ও বার্ধক্যজনিত কারণে তিনি শুক্রবার বিকেল ৪টায় ঢাকার শমরিতা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। শাহ্কার আলী মন্টু ঝিনাইদহের কোটচাঁদপুর পৌর শহরের টিঅ্যান্ডটি অফিস পাড়ার মৃত মুনছুর আলী ধাবকের ছেলে।
ম্যাজিশিয়ান মন্টু মিয়ার ভাতিজা ইসরাঈল হোসেন জানান, করোনা উপসর্গ নিয়ে তার চাচা প্রথমে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি হন। সেখানে ৭ দিন চিকিৎসার পর শ্বাসকষ্ট দেখা দিলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার শমরিতা হাসপাতালে ভর্তি করা হয়। দুই সপ্তাহ ধরে সেখানে চিকিৎসা করেও কোনো উন্নতি না হওয়ায় অবশেষে শুক্রবার বিকেলে বিখ্যাত এ ম্যাজিশিয়ান পৃথিবীর মায়া ত্যাগ করেন।
মন্টু মিয়ার ভাগ্নে রাজিব শেখ জানান, মামার মৃতদেহ আসার পর পারিবারিক সিদ্ধান্তে দাফন করা হবে।
প্রসঙ্গত, দেশ স্বাধীনের অনেক আগ থেকেই মন্টু মিয়ার ম্যাজিক দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বেশ জনপ্রিয় হয়ে ওঠে। তখন গ্রামাঞ্চলে কোনো চিত্ত বিনোদনের ব্যবস্থা না থাকায় ‘মন্টু মিয়ার ম্যাজিক’ গ্রামে গ্রামে বেশ পরিচিতি পায়। গ্রামের গ-ি পেরিয়ে দেশ-বিদেশেও মন্টু মিয়ার খ্যাতি ছড়িয়ে পড়ে।

Comments (0)
Add Comment