স্টাফ রিপোর্টার: মেহেরপুরের গাংনীতে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় শহরের প্রধান সড়কে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলেরে নেতৃত্বে ছিলেন গাংনী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচি আলোকে ফ্যাসিবাদ বিরোধী ও রাজাকার বিরোধী এ বিক্ষোভ মিছিলের আয়োজন করে গাংনী উপজেলা ও পৌর শাখার নেতাকর্মীরা। বিক্ষোভ মিছিল শেষে প্রধান অতিথি হিসেবে নেতাকর্মীদের উদ্দেশ্যে দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন গাংনী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু। আরও উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা ছাত্রদলের সাবেক সভাপতি নাজমুল হোসাইন, বিএনপি নেতা শাহজাহান সেলিম, মেহেরপুর জেলা ছাত্রদলের সিনিয় সহ সভাপতি রেজওয়ানুল হক ইমন, গাংনী পোর জাসাসের সাধারণ সম্পাদক সুলেরী আলভী, যুবদল নেতা সাহিবুল ইসলাম, পৌর কৃষকদলের আহবায়ক আমিনুল ইসলামসহ বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।