গাংনীতে ব্যবসায়ীদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

স্টাফ রিপোর্টার: মেহেরপুরের গাংনীতে ব্যবসায়ীদের ওপর হামলার প্রতিবাদে ও হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালের দিকে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের গাংনী বাসস্ট্যান্ড এলাকায় মানববন্ধনের আয়োজন করেন স্থানীয় ব্যবসায়ীরা। মানববন্ধন শেষে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক, গাংনী পৌরসভার মেয়র আহম্মেদ আলী, গাংনী বাজার কমিটির সভাপতি মাহবুবুর রহমান স্বপন, সাধারণ সম্পাদক বজলুর রহমান বুলুসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
উল্লেখ্য, গাংনী উপজেলা শহরের এসএম প্লাজার হেলালের দোকানের এক কর্মচারীকে একই মার্কেটের জিল্লুর রহমানের কর্মচারী রাকিব হেয়ালীর ছেলে কটাক্ষ করে। প্রতিশোধ নিতে হেলাল শনিবার দুপুরের দিকে রাকিবকে মারধর করেন। এনিয়ে গাংনী বাজার কমিটির সাবেক সভাপতি হাফিজুর রহমান মানিকসহ মার্কেটের অন্যান্য ব্যবসায়ীরা হেলালকে বলতে গেলে বাকবিতন্ডা হয়। এসময় হেলাল তার লোকজনকে মোবাইলফোনে ডেকে আনেন। এক পর্যায়ে হেলালের লোকজন একটি প্রাইভেটকারযোগে ফিল্ম স্টাইলে এসে ধারালো অস্ত্র দিয়ে হাফিজুর রহমান মানিক, তার ছেলে সোহাগ গামের্ন্টস ব্যবসায়ী স্বপনকে কুপিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে গাংনী থানা পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে ১টি প্রাইভেটকার, ধারালো অস্ত্র ও রক্তমাখা কিছু আলামত উদ্ধার করে।

Comments (0)
Add Comment