গাংনীতে ভ্রাম্যমান আদালত মাদক সেবীর কারাদণ্ড

 

গাংনী প্রতিনিধি: মাদক সেবনের অভিযোগে শিপন দাস (৪০) নামের এক ব্যক্তিকে ১৫ দিনের বিনাশ্রম কারাদ- ও এক হাজার টাকা অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট। দণ্ডিত শিপন দাস গাংনী মহিলা কলেজ পাড়ার বাদল দাসের ছেলে। গতকাল সোমবার দুপুরে গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল আলম এ জেল জরিমানা প্রদান করেন। এর আগে সকালের দিকে গাংনী মহিলা কলেজ পাড়ায় মাদক সেবন করার সময় মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টীম অভিযান চালিয়ে তাকে ৮ পুরিয়া গাঁজা ও দুইটি কল্কিসহ আটক করেন। পরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল আলমের ভ্রাম্যমান আদালতে হাজির করেন। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল আলম বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মাদকসেবী শিপন দাসকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড ও ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এসআই আব্দুল মান্নানসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Comments (0)
Add Comment