গাংনীতে হরতাল বিরোধী বিক্ষোভ মিছিল

গাংনী প্রতিনিধি : নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা হরতালের প্রতিবাদে মেহেরপুরের গাংণী উপজেলা শহরে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। তবে হরতালের কোন প্রভাব পড়েনি। হরতালের সমর্থনে মাঠে নেই কেউ। গতকাল রোববার দুপুর ১২টার দিকে গাংনী শহরের প্রধান সড়কে হরতাল বিরোধী বিক্ষোভ থেকে নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন সেøাগান দেওয়া। জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আমজাদ হোসেন এবং গাংনী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু পৃথক দুটি বিক্ষোভ মিছিলের নেতৃত্বে ছিলেন। এদিকে হরতালের কোন পড়েনি মেহেরপুর জেলায়। অফিস আদালত, দোকানপাট এবং যানবাহন চলাচল কার্যক্রম স্বাভাবিক রয়েছে।