গাংনী হাসপাতালের এমএসআর টেন্ডার সম্পন্ন

গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এমএসআর দরপত্র কার্যক্রম সম্পন্ন হয়েছে। গতকাল বুধবার দুপুর ১২টা পর্যন্ত দরপত্র দাখিলের শেষ সময়ে গাংনী হাসপাতাল, উপজেলা নির্বাহী অফিসার কার্যালয় ও মেহেরপুর সসিভিল সার্জন কার্যালয়ে মোট ২৬টি দরপত্র জমা হয়। দুপুর সাড়ে ১২টার দিকে দরপত্র কমিটির সদস্য, দরপত্রদাতাসহ সংশ্লিষ্টদের সম্মুখে দরপত্র অবমুক্ত করা হয়। ২০২০-২০২১ অর্থ বছরে গাংনী হাসপাতালের ওষুধপত্র, যন্ত্রপাতি, পরীক্ষা-নিরীক্ষার (কেমিকেল রি-এজেন্ট), গজ-ব্যান্ডেজ-তুলা ও মেডিকেল আসবাবপত্র (এমএসআর) দরপত্রের ৬টি গ্রুপে ২৬টি সিডিউল বিক্রি হয়েছে। এর মধ্যে ‘ক’ গ্রুপে ৪টি, ‘খ’ ৫টি, ‘গ’ গ্রুপে ৫টি, ‘ঘ’ গ্রুপে ৪টি, ‘ঙ’ গ্রুপে ৪টি এবং ‘চ’ গ্রুপে ৪টি। দরদাতাদের দাখিলকৃত দর পর্যালোচনা করে কমিটি পরবর্তী সিদ্ধান্ত মোতাবেক কার্যক্রম গ্রহণ করবে। দরপত্র কমিটির সদস্য, প্রশাসন প্রতিনিধি, গাংনী থানা পুলিশের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট দরপত্র জমাদানকারীরা অবমুক্ত করার সময় উপস্থিত ছিলেন। সুষ্ঠু সুন্দর ব্যবস্থাপনায় দরপত্র কার্যক্রম সম্পন্ন হওয়ায় দরপত্র দাখিলকারীরা সন্তোষ প্রকাশ করেন। এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এম রিয়াজুল আলম বলেন, যথাযথ নিয়ম প্রতিপালনের মাধ্যমে শান্তিপূর্ণ পরিবেশে এ কার্যক্রম সুসম্পন্ন হয়েছে। তিনি সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।

Comments (0)
Add Comment