চিকিৎসা জীবনের নিরাপত্তা ও চাকরির নিশ্চয়তার দাবিতে আলমডাঙ্গায় হোটেল শ্রমিকদের মতবিনিময়

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গায় করোনা ভাইরাসে কর্মহীন শ্রমিকদের সাথে বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট মিস্টি বেকারী শ্রমিক ইউনিয়ন আলমডাঙ্গা শাখা শ্রমিক ইউনিয়ন মতবিনিময়সভা করেছে। গতকাল শুক্রবার বিকেলে এটিম মাঠে কর্মহীন হোটেল শ্রমিকদের এ সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন সংগঠনের আলমডাঙ্গা শাখার সভাপিত মুক্তি কর্মকার। প্রধান অতিথি ছিলেন জেলা হোটেল রেস্টুরেন্ট মিস্টি বেকারী শ্রমিক সভাপতি বাবলু শেখ। এসময় তিনি বলেন, বর্তমানে সমস্ত হোটেল রেস্টুরেন্ট মিস্টি বেকারী বন্ধ থাকায় কর্মহীন শ্রমিকরা মানবেতর জীবনযাপন করছেন। তারা সরকার থেকে কোনো সহযোগিতা পায়নি। উপজেলার নির্বাহী অফিসারের মাধ্যমে ৩৫০জন শ্রমিকের তালিকা দিয়ে মাত্র ৮০ জন শ্রমিক উপজেলা পরিষদের পক্ষ থেকে সাহায্য পেয়েছেন। এছাড়া কোনো জনপ্রতিনিধি তাদের সাহায্য করেননি। আলমডাঙ্গায় ৪০টি হোটেল রেস্টুরেন্ট মিস্টি বেকারী থাকলেও কোনো মালিক সহযোগিতা করেননি। কয়েকটি হোটেল রেস্টুরেন্ট মিস্টি বেকারী সরকারের অনুমতি নিয়ে খুললেও মালিকরা শ্রমিকদের হাফ বেতনে কাজ করাতে চায়। বাংলাদেশে বিভিন্ন সংগঠন সরকারের নিকট থেকে প্রণোদনা পাচ্ছে। আমাদের বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট মিস্টি বেকারী শ্রমিক ইউনিয়ন রেজি. বি ২১২৬ রয়েছে। তাহলে আমরা হোটেল শ্রমিক কেনো পাবো না। তিনি সকল হোটেল শ্রমিকদের সরকারের নিকট চিকিৎসা, জীবনের নিরাপত্তা, তিন বেলা ডালভাত খাওয়ার ব্যবস্থা ও চাকরির নিশ্চয়তা দাবি করেন। তিনি আরও বলেন, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আলমডাঙ্গার সভাপতি শ্রী মুক্তি বাবু কর্মকার নিজ অর্থায়নে ৮০জন শ্রমিকের পরিবারের সকল সদস্যদের নতুন পোশাক ও ঈদ উপহার সমগ্রী প্রদান করেন।
অনুষ্ঠানে বিশেষ অথিতি ছিলেন সমিতির উপদেষ্টা প্রভাষক মিজানুর রহমান, মীর আসাদুজ্জামান উজ্জ্বল, লিংকন, সম্পাদক সম্পাদক সঞ্জিত কুমার, সহসভাপতি শ্রী ময়না কর্মকার ও পবন কুমার বিশ^াস। সম্পাদক ঠান্ডু হোসেনের উপস্থাপনায় উপস্থিত ছিলেন সদস্য নাসরিন আক্তার, রাহেলা খাতুন, শরিফুল ইসলাম, সদস্য মাসুদ, ঠা-ু, আলম, গাফফার, সাজু, হাসান, আজম, আমজেদ, আহাম্মদ, লিটন, মোজাহিদ, জনি, ডালিম, শুভ, শুকুর আলী, হাসান, রিংকু, সাগর প্রমুখ।

Comments (0)
Add Comment