চুয়াডাঙ্গার দুই জুলাই শহীদদের প্রতি বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস ও কুষ্টিয়া অফিসার্স কল্যাণের শ্রদ্ধা নিবেদন

স্টাফ রিপোর্টার:২০২৪ সালের জুলাই মাসে ছাত্র-জনতার গণ-আন্দোলনে রাজধানী ঢাকায় গুলিবিদ্ধ হয়ে শাহারিয়া শুভ ও মাসুদ পারভেজ মুকুল শহীদ হন। আজ, শনিবার, বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের সদস্যবৃন্দ (কুষ্টিয়া অফিসার্স কল্যাণ ফোরামের ব্যানারে) চুয়াডাঙ্গার দুই শহীদের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন।
কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের আয়োজনে এই শ্রদ্ধা নিবেদন কর্মসূচির আয়োজন করা হয়। কুষ্টিয়া অফিসার্স কল্যাণ ফোরামের মহাসচিব মোঃ মনিরুজ্জামানের নেতৃত্বে আজ বেলা ১১টায় আলমডাঙ্গা উপজেলার কয়রাডাঙ্গা গ্রামে শহীদ মাসুদ পারভেজ মুকুলের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করা হয় এবং পরে শহীদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয় এবং পরিবারের সদস্যদের খোঁজ খবর নেন তারা। এরপর সকাল ১২টায় চুয়াডাঙ্গা সদর উপজেলার শংকরচন্দ্র গ্রামে শহীদ শাহারিয়া শুভ’র কবরে পুষ্পমাল্য অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করা হয়। এসময় তার পরিবারের সদস্যদের খোঁজখবর নেন।
এসময় কুষ্টিয়া অফিসার্স কল্যাণ ফোরামের মহাসচিব মনিরুজ্জামান বলেন, “জুলাই শহীদদের প্রতি যেন কোনো রকম অবহেলা না হয় সেদিকে আমরা লক্ষ্য রাখছি। যারা ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলনে আহত ও শহীদ হয়েছেন তারা আমাদের জন্য একটি জ্বলন্ত উদাহরণ। এদের পথ অনুসরণ করে বাংলাদেশে যাতে আর কোনো ফ্যাসিস্ট সরকার প্রতিষ্ঠিত না হয় এবং যাতে আমাদের আর ভারতের দাসত্ব না করতে হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে।” তিনি আরও জানান, বৃহত্তর কুষ্টিয়া অঞ্চলের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে অর্থনৈতিক ও সামাজিকভাবে উন্নয়নের লক্ষ্যে তারা কাজ করে যাচ্ছেন এবং একটি সুন্দর বাংলাদেশ পুনর্গঠনে জুলাই যোদ্ধাদের ভূমিকা অপরিসীম।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শহীদ আবরার ফাহাদের পিতা বরকতউল্লাহ, অ্যাডিশনাল সেক্রেটারি এ কে এম টিপু সুলতান, গাজীপুর উন্নয়ন কর্পোরেশনের সদস্য মহিতুর রহমান, অবসরপ্রাপ্ত কর্মকর্তা আইয়ুব হাসান, সহকারী কমিশনার আলাউদ্দিন আল আজাদ, আলমডাঙ্গা সহকারী কমিশনার (ভূমি) আশীষ কুমার বসু, জুলাই যোদ্ধা হাসনা জাহান খুশবু, এবং শহীদ মাসুদ পারভেজ মুকুলের পরিবারের সদস্যরা।
বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস ও কুষ্টিয়া অফিসার্স কল্যাণ বৃহত্তর কুষ্টিয়ার চুয়াডাঙ্গা মেহেরপুর ঝিনাইদহ কয়েকটি জেলার আহত ও নিহত শহীদদের বাড়ি বাড়ি খোঁজখবর নিচ্ছেন।