চুয়াডাঙ্গার আলুকদিয়ায় জমি নিয়ে বিরোধ : উভয়পক্ষের হামলায় নারীসহ আহত ৬ জন : পাল্টাপাল্টি অভিযোগ

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার আলুকদিয়ায় জমিজমা বিরোধের জেরে উভয়পক্ষের হামলায় ৬ আহত হয়েছেন। তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। গতকাল শুক্রবার দুপুর ১২টার দিকে চুয়াডাঙ্গা জ্যোতি বিস্কুট ফ্যাক্টারির নিকট এ ঘটনা ঘটে। এ ঘটনায় উভয়পক্ষ চুয়াডাঙ্গা সদর থানায় পাল্টাপাল্টি লিখিত অভিযোগ দায়ের করেছেন। আহতরা হলেন চুয়াডাঙ্গায় সদর উপজেলার আলুকদিয়া ইউনিয়নের আনসার ক্যাম্পপাড়ার মৃত ছহির উদ্দীনের ছেলে আব্দুর রহমান (৬৫), তার স্ত্রী হাসিনা পারভিন (৫৫), দুই ছেলে রাজিবুল হাসান (৩৫), সজিব (২৫) ও রাজিবুলের স্ত্রী শিউলী খাতুন (২৯)। অপরপক্ষের আহত একই এলাকার লিয়াকত আলীর ছেলে রুমন জোয়ার্দ্দার (৩৫)।
সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গার আলুকদিয়া জ্যোতি বিস্কুট ফ্যাক্টরির অদূরে আব্দুর রহমান ও মৃত লিয়াকতের এলাকার মৃত লিয়াকত জোয়ার্দ্দারের এক ছেলের জমি পাশাপাশি হওয়ায় জমির সীমানা নিয়ে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছিলো। গতকাল দুপুরে সার্ভেয়ার ডেকে জমি মাপযোগ করার পর উভয়ই বাগবিত-ায় জড়িয়ে পড়ে। উভয়পক্ষের হামলায় ৬ জন আহত হন। পরে স্থানীয়দের সহযোগিতায় পরিবারের সদস্যরা আহতদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের নেন। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. উৎপল বিশ্বাস বলেন, ‘আহতদের অবস্থা শঙ্কামুক্ত। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি পাঠানো হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে চুয়াডাঙ্গা সদর থানার ওসি আবু জিহাদ খান বলেন, জমিজমা নিয়ে দুই বন্ধুর মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটেছে। এতে এক নারীসহ তিনজন আহত হয়েছে। উভয়পক্ষ পাল্টাপাল্টি লিখিত অভিযোগ দায়ের করেছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

Comments (0)
Add Comment