চুয়াডাঙ্গার আড়িয়া গ্রামে আশ্রয়ন প্রকল্পের ঘরনির্মান কাজ পরিদর্শনকালে এমপি আলী আজগার টগর

আ.লীগ সরকারের অঙ্গিকার গৃহহীন থাকবে না একটিও পরিবার

বেগমপুর প্রতিনিধি : চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের আড়িয়া কেরুজ কৃষি খামারের পাশে আশ্রয়ণ প্রকল্পের আওতায় চুয়াডাঙ্গা সদর উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে নির্মিত হচ্ছে ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য গৃহনির্মান। চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর এমপি গতকাল সোমবার সকাল সাড়ে ১০টার দিকে চলমান এসব গৃহনির্মান কাজ পরিদর্শনে যান। এসময় তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজন্ম লালিত স্বপ্ন ছিল বাংলার গরীব দুঃখী নিরন্ন মানুষের মুখে হাসি ফোটানো। এ লক্ষ্যে তিনি অন্ন, বস্ত্র, আশ্রয়, শিক্ষা ও চিকিৎসাসহ জীবনধারণের মৌলিক উপকরণের ব্যবস্থা নিশ্চিতকরণের লক্ষে পরিকল্পনা গ্রহণ করেছিলেন। জাতির পিতা আজ আমাদের মাঝে বেঁচে নেই। পিতার স্বপ্ন বাস্তবায়ন করতে বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ভূমিহীন ও গৃহহীনদের পুনর্বাসন করতে আশ্রয়ন প্রকল্প গ্রহণ করেছেন। প্রধানমন্ত্রীর নির্দেশে এবং তত্ত্বাবধানে দেশের বিভিন্ন জেলা উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে আশ্রয়ণ প্রকল্পের কার্যক্রম পরিচালিত হচ্ছে। মুজিব শতবর্ষে বাংলাদেশে একজন মানুষও গৃহহীন থাকবে না। শুধু তাইনয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ক্ষুধা ও দরিদ্রমুক্ত স্বপ্নের সোনার বাংলা গড়তে কঠোর পরিশ্রম করে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার দূরদর্শী নেতৃত্বেই গ্রামীণ অবকাঠামো, খাদ্য নিরাপত্তা, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ঈর্ষণীয় সাফল্য এসেছে। দেশে চলমান এমন উন্নয়নের মাঝেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা করেছেন, মুজিববর্ষে দেশে কোনো মানুষ গৃহহীন থাকবে না। সরকার সব ভূমিহীন, গৃহহীন মানুষকে ঘর তৈরি করে দেবে। তারি ধারাবাহিকতায় ভূমিহীন ও গৃহহীন ১৬টি পরিবারের জন্য নির্মিত হচ্ছে পাকা দেয়ালের টিনসেডের ঘর। ঘরের পাশাপাশি থাকবে সুপেয় পানি ও নিরবচ্ছিন্ন বিদ্যুত ব্যবস্থা। এই প্রকল্প বাস্তবায়ন হলে অসহায় ভূমিহীন এবং গৃহহীন পরিবারগুলোর স্বপ্ন পূরণ হবে। এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ সাদিকুর রহমান, তিতুদহ ইউনিয়ন পরিষদের প্রশাসক আব্দুল হান্নান, সহকারি প্রকৌশলী আমিনুল ইসলাম, অফিস সহকারি সোবাহান প্রমুখ ।

Comments (0)
Add Comment