চুয়াডাঙ্গার কুতুবপুরে ইজিবাইকের যাত্রী তোলা নিয়ে বিরোধ : নারীসহ আহত ৪

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুরে ইজিবাইকের যাত্রী তোলা নিয়ে প্রতিপক্ষের হামলায় নারীসহ চারজন আহত হয়েছেন। তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বুধবার সন্ধার পর কুতুবপুর গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর গ্রামের স্কুলপাড়ার মৃত হানিফ মালিতার ছেলে নূর ইসলাম (৫০), তার স্ত্রী নূরজাহান (৩৫), ছেলে ইজিবাইক চালক সুজন আলী (২৫) ও বড় ভাইয়ের স্ত্রী আলেমান খাতুন (৫০)।
জানা গেছে, গতকাল বুধবার দুপুরে দশমাইল বাজারে সুজন ও একই এলাকার ইবাদতের সাথে ইজিবাইকে যাত্রী তোলা নিয়ে বিরোধ সৃষ্টি হয়। এতে এক পর্যায়ে দুজনের মধ্যে মারামারি হয়। বিষয়টি স্থানীয়রা তাদেরকে বুঝিয়ে বাড়িতে পাঠিয়ে দেন।
সন্ধ্যার পর কুতুবপুর গ্রামের পশ্চিমপাড়ার মৃত সনোর ছেলে ইজিবাইক চালক ইবাদত আলী (৪০), একই এলাকার সিরাজুল ইসলামের ছেলে ডালিম (৩৫) ও আবু বকরের ছেলে আব্দুল মোমিন (২৭) লাঠিসোটা নিয়ে ইজিবাইক চালক সুজনের বাড়িতে আবারো হামলা চালায়। এতে সুজনসহ চারজন আহত হয়। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. সাজিদ হাসান বলেন, আহত চারজনের অবস্থা শঙ্কামুক্ত। প্রাথমিক চিকিৎসা শেষে তাদেরকে ভর্তির জন্য পরামর্শ দেয়া হয়েছে।

Comments (0)
Add Comment