বেগমপুর প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের কোটালী মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির অনুমোদন হয়েছে। যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক ড. কামরুজ্জামান স্বাক্ষরিত পত্রে ৪ সদস্যের এডহক কমিটির সভাপতি মনোনীত করা হয়েছে দর্শনা থানা যুবদলের যুগ্ম-আহ্বায়ক মোরশেদুর রহমান লিংকনকে। সদস্য সচিব বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষক সদস্য রাবেয়া খাতুন ও অভিভাবক সদস্য মনিরুল ইসলাম। মনোনীত কমিটির সভাপতি মোরশেদুর রহমান লিংকন গতকাল সোমবার রাত ৮ টার দিকে ফুলেল শুভেচ্ছা সহ দোয়া নিয়েছেন দর্শনা পৌর বিএনপির সমন্বয় কমিটির অন্যতম সমন্বয়ক, ঐতিহ্যবাহি মেমনগর বিডি মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি আলহাজ মশিউর রহমানের। এ সময় উপস্থিত ছিলেন থানা যুবদলের যুগ্ম-আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মোহন।