চুয়াডাঙ্গার খাড়াগোদা মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক শওকত মাস্টার আর নেই

গড়াইটুপি প্রতিনিধি: সদালাপী মিষ্টভাষী সকলের পরিচিত প্রিয় মুখ চুয়াডাঙ্গা সদর উপজেলার গড়াইটুপি ইউনিয়নের খেজুরতলা গ্রামের শওকত আলী মাস্টার আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল শনিবার রাত ৯টার দিকে তিনি বার্ধক্যজনিত কারণে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনার বয়স হয়েছিলো আনুমানিক ৭৫ বছর। তিনি খাড়াগোদা মাধ্যমিক বিদ্যালয়ে দীর্ঘদিন শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন। খাড়াগোদা মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি আব্দুল মতিন খোকনের পিতা। মৃত্যুকালে তিনি সন্তানাদিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল শনিবার তিনি নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন বলে জানা গেছে।