বেগমপুর প্রতিনিধি: চুয়াডাঙ্গার ছোটসলুয়া গ্রামে নিজের ইজিবাইকের বৈদ্যুতিক লাইনের মেরামতের কাজ করতে গিয়ে ঘটেছে বিপত্তী। কাজ ঠিকঠাক হয়েছে কিনা তা পরীক্ষা করতে গিয়ে নারিকেল গাছের সাথে ধাক্কালেগে ইজিবাইক চালক জাহাঙ্গীরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। জাহাঙ্গীরের অকাল মৃত্যুতে পরিবারজুড়ে বইছে শোকের মাতম। চুয়াডাঙ্গা সদর উপজেরার তিতুদহ ইউনিয়নের ছোটসলুয়া গ্রামের স্কুল পাড়ার হকাজ্জেলের ছেলে ইজিবাইক চালক জাহাঙ্গীর আলম (৪০) দুই সন্তানের জনক। গতকাল মঙ্গলবার সকাল ১০টা দিকে নিজবাড়িতে নিজের ইজিবাইকের ইলেকট্রিক লাইনের মেরামতের কাজ করছিলেন। কাজ ঠিক ঠাক হয়েছে কি না তা দেখার জন্য ছোট ছেলেকে ইজিবাইকটি চাবি দিয়ে চালু করতে বলে। ইজিবাইকটি চালু করামাত্রই বাইকের সামনে থাকা জাহাঙ্গীরকে নিয়ে গিয়ে সজোরে নারিকেল গাছের সাথে ধাক্কা লেগে যায়। মাথায় ও বুকে আঘাত পেয়ে গুরুত্বর আহত হয় জাহাঙ্গীর। গুরুত্বর আহত জাহাঙ্গীরকে উদ্ধার করে নেয়া হয় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে। পারিবারিক সূত্রে জানাযায়, হাসপাতাল থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেবার প্রস্তুতি নেবার সময় দুপুর সাড়ে ১২টার দিকে সেখানেই তার মৃত্যু হয়। কোনো প্রকার ঝামেলা ছাড়াই জাহাঙ্গীরের লাশ নিয়ে আসা হয় গ্রামে। গতকালই সন্ধ্যায় মাগরিববাদ নামাজের জানাজা শেষে গ্রাম্যকবর স্থানে লাশের দাফন কার্যসম্পন্ন করা হয়। এদিকে পরিবারের একমাত্র উর্পাজনক্ষম ব্যক্তির মৃত্যুতে পরিবারজুড়ে বইছে শোকের মাতম।