সরোজগঞ্জ প্রতিনিধি: চুয়াডাঙ্গার জলিবিলা ঈদগার মাঠে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে ৪৯টি আমের চারা তুলে দিয়েছে প্রতিপক্ষরা। জানা গেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের জলিবিলা ঈদগা মাঠের নিকট একই ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের মহাসিন আলি মারুফের স্ত্রীর ইয়াসমিন খাতুনের নিজ নামের জমিতে আমের চারা রোপন করেন। স্থানীয় ও জমির মালিকের অভিযোগ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাতে বোয়ালিয়া গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে জালাল উদ্দিন খোকন তার ভাই মোতালেব হোসেন, মহাম্মদ আলি, খোকনের ছেলে জনি ও খোকনের বোনায় আব্দুল জলিল মিলে ৪৯টি আম গাছের চারা তুলে নিয়ে গেছে। এ বিষয়ে আদালতে মামলা দায়ের করা হবে বলে একটি সূত্র থেকে জানা গেছে।