চুয়াডাঙ্গার জীবননগরে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ীর সাজা

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার জীবননগরে চায়না খাতুন নামে এক নারী মাদক ব্যবসায়ীকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার সকালে জীবননগরের হাসাদহ মাদক বিরোধী অভিযান চালিয়ে চায়না খাতুনকে গাঁজাসহ আটক করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যরা। পরে ভ্রাম্যমাণ আদালতে তাকে ৮ মাসের বিনাশ্রম কারাদ- প্রদান করে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। দ-প্রাপ্ত চায়না খাতুন (৫৫) জীবননগর উপজেলার হাসাদহ জাফরাবাদ পাড়ার জামাল উদ্দিনের স্ত্রী ও এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী।
ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা গেছে, গতকাল বুধবার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমানের নেতৃত্বে দর্শনা ও জীবননগরে মাদক বিরোধী অভিযান চালায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। সকাল সাড়ে ৭ টায় দর্শনার ঈশ্বরচন্দ্রপুর গ্রামের মসজিদপাড়ায় মাদক ব্যবসায়ী রেকসোনা খাতুন ওরফে কাকলীর বাড়িতে অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে রেকসোনা খাতুন পালিয়ে যায়। পরে তার ঘর তল্লাশি করে ৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। অপরদিকে, সকাল সাড়ে ৮ টার দিকে জীবননগরের হাসাদহ গ্রামের জাফরাবাদ পাড়ার মাদক কারবারি চায়না খাতুনের বাড়িতে অভিযান চালানো হয়। এসময় ১ কেজি ৫শ’ গ্রাম গাঁজাসহ চায়না খাতুনকে আটক করা হয়। পরে চায়না খাতুনকে ৮ মাসের বিনাশ্রম কারাদ-াদেশ দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক হাবিবুর রহমান। এছাড়া কাকলীকে পলাতক দেখিয়ে তার বিরুদ্ধে দর্শনা থানায় একটি নিয়মিত মাদক মামলা করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। ভ্রাম্যমাণ আদালতের কাজে সহযোগীতা করেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন, সহকারি পরিদর্শক আবুল কালাম আজাদ ও উপ সহকারি পরিদর্শক আকবর হোসেন ও বেঞ্চ সহকারি আব্দুল লতিফ।

Comments (0)
Add Comment