চুয়াডাঙ্গার জীবনা গ্রামে বীর মুক্তিযোদ্ধার জমি দখলের অভিযোগ

 

পাঁচমাইল প্রতিনিধি: চুয়াডাঙ্গা জীবনা গ্রামের বীর মুক্তিযোদ্ধা মগবুল হোসেনের জমি জোরপূর্বক দখল করে ঘিরে দেয়ার অভিযোগ পাওয়া গেছে আয়নাল হকের বিরুদ্ধে।

অভিযোগ স‚ত্রে জানাগেছে, চুয়াডাঙ্গা সদরে কুতুবপুর ইউনিয়নের জীবনা গ্রামের মৃত আত্তাব হোসেনের ছেলে বীর মুক্তিযোদ্ধা মগবুল হোসেনের ২ শতক জমি একই গ্রামের সমেশ মণ্ডলের ছেলে আয়নাল হক ও তার ভাইয়েরা ক্ষমতার দাপট দেখিয়ে জোরপূর্বক জমি দখল করে ঘিরে দেয়। এ বিষয়ে বীর মুক্তিযোদ্ধা মগবুল হোসেন জানান, আমার জমির মাঝখানে আয়নাল হকের জমি আছে তার কোনো পথ বাবদ কোনো জমি নেই, আমার কাছে ২ শতক জমি চাইছিলো তাতে আমি দিতে রাজি হয়। পরে আমি জানতে পারলাম আমার কাছ থেকে জমি রেজিস্ট্রি করে তার জমি বাইরে বিক্রি করে দেবে। তাই আমি পরে জমি দিতে রাজি হয়নি। এতে আয়নাল হক ও তার ভাইয়েরা জোরপ‚র্বক আমার জমির ওপর বেড়া দিয়ে দখল করে রেখেছে। এ বিষয়ে আমি সিন্দুরিয়া ক্যাম্পে অভিযোগ দিয়েছি। এ বিষয়ে সিন্দ‚রিয়া ক্যাম্পের ইনচার্জ এস আই মাজহারুল ইসলামের সাথে যোগাযোগ করলে তিনি জানান, বীর মুক্তিযোদ্ধা মগবুল হোসেনের ২ শতক জমি জোরপ‚র্বক জীবনা গ্রামের আয়নাল হক বাসের রেলিং দিয়ে দখল করেছে। ঘটনাস্থলে পৌঁছে আমরা বিষয়টি জানতে পারি। পরে উভয়পক্ষকে নিয়ে একটি সালিস করে দেয়া হয়েছে। ওই সালিসে বীর মুক্তিযোদ্ধার জমির ওপর রেলিং সরিয়ে নেয়ার পরামর্শ দিই আয়নাল হককে।

Comments (0)
Add Comment