চুয়াডাঙ্গার তিতুদহ ইউনিয়নের ৭নং ওয়ার্ডে ইউপি সদস্য না থাকায় সেবা বঞ্চিত

সরোজগঞ্জ প্রতিনিধি: চুয়াডাঙ্গার তিতুদহ ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য দীর্ঘ ৩ বছর ধরে না থাকায় সেবা থেকে বঞ্চিত হচ্ছেন তিতুদহ ইউনিয়নের ৭নং ওয়ার্ডের গহেরপুর, খাড়াগোদা, বিত্তিরদাড়ী, জামালপুর ও গড়াইটুপি গ্রামবাসী। জানা গেছে গত ৩ বছর আগে তিতুদহ ইউনিয়নের নির্বাচিত ইউপি সদস্য গহেরপুর গ্রামের মৃত আমজাদ আলীর ছেলে সোহরব হোসেন ভ্যাগ্যের চাকা ঘোরাতে সৌদি আরব চলে যান। সরকারি নির্দেশনা উল্লেখিত কোনো কারণ ছাড়ায় পর পর ৩টি মিটিংয়ে অনুপস্থিত হলে তার নির্বাচিত পদ থাকবে না। তার স্থলে দীর্ঘ ৩ বছর ইউনিয়ন পরিষদ কার্যক্রমে অনুপস্থিত রয়েছেন তিনি। সেখানে পদ বাতিল করে নির্বাচন ব্যবস্থা করার কথা তাও করা হয়নি। ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য সোহরব হোসেন দীর্ঘ ৩ বছর ধরে অনুপস্থিত থাকায় ওয়ার্ডের কার্যক্রম ও সকল সেবা থেকে বঞ্চিত হচ্ছেন ওইসব গ্রামবাসী। বিভিন্ন কার্যক্রমে সমস্যায় সৃষ্টি হচ্ছে। বিষয়টির প্রতি চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সুদৃষ্টি কামনা করেছেন এলাকাবাসী

Comments (0)
Add Comment