চুয়াডাঙ্গার তেতুল শেখ কলেজে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

সরোজগঞ্জ প্রতিনিধি:

চুয়াডাঙ্গার সরোজগঞ্জ তেতুল শেখ কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দুপুর ১২টার দিকে কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত পুরস্কার বিতরণীতে প্রধান অতিথি ছিলেন যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাধব চন্দ্র রুদ্র। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বর্তমান সরকারের বিভিন্ন পদক্ষেপের কারণে নারী শিক্ষা এগিয়েছে। বিনামূল্যে বই, শিক্ষাবৃত্তি, মেয়েদের ক্ষেত্রে বেতন মওকুফসহ সরকার বিভিন্ন প্রণোদনা দিয়ে যাচ্ছে। ফলে পূর্বের চেয়ে এখন মেয়েরা শিক্ষার ক্ষেতে অনেক বেশি এগিয়ে যাছে। তেতুল শেখ কলেজের সভাপতি হাজি আব্দুল্লা শেখের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যশোর বোর্ডের কলেজ পরিদর্শক কেএম রব্বানী, চুয়াডাঙ্গা জেলা শিক্ষা অফিসার আতাউর রহমান, সরোজগঞ্জ ক্যাম্প ইনচার্জ ইন্সপেক্টর শিকদার মতিয়ার রহমান, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিকাশ কুমার সাহা, সদর উপজেলা আ.লীগের সভাপতি আব্দুল মান্নান নান্নু, পদ্মবিলা ইউপির সাবেক চেয়ারম্যান আবু তাহের বিশ্বাস, আলিয়ারপুর আজিজ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি হাজি আব্দুল মোতালেব, তেতুল শেখ কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ গোলাম কিবরিয়া, ছাদেমান নেছা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সালেহ, প্রতিষ্ঠাকালীন সভাপতি সিরাজুল ইসলাম, দাতা সদস্য আব্দুস সাত্তার, জালাল উদ্দিন মহর, রুবিয়া খাতুন, জহুরুল আলম জবির, হাজি মাহাবুবুর রহমান, তেতুল শেখ কলেজের ইংরেজি প্রভাষক মোস্তফা শওকত ইমরান। অনুষ্ঠানটি পরিচালনা করেন তেতুল শেখ কলেজের প্রভাষক মোস্তফা শওকত ইমরান ও প্রভাষক রমিজ রায়হান। আলোচনাসভা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি।

Comments (0)
Add Comment