চুয়াডাঙ্গার দৌলতদিয়াড়ের মাদকসেবী নাজিরকে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার দৌলতদিয়াড় কোরিয়াপাড়ার মাদকসেবী নাজির হোসেনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে তাকে ১০ গ্রাম গাঁজাসহ আটকের পর ৫ মাসের কারাদ- প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান। গতকালই তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। দণ্ডিত নাজির হোসেন (৫৫) দৌলতদিয়াড় কোরিয়াপাড়ার মৃত চিনে মন্ডলের ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমানের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের একটি দল শহরতলী দৌলতদিয়াড় কোরিয়াপাড়ায় অভিযান চালান। এ সময় নিজ বাড়ি থেকে আটক করা হয় মাদকসেবী নাজির হোসেনকে। তার বসতঘর থেকে উদ্ধার করা হয় ১০ গ্রাম গাঁজা। সেখানেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে ৫ মাসের কারাদণ্ড- ও পঞ্চাশ টাকা অর্থদণ্ডাদেশ প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান। গতকালই সাজাপ্রাপ্ত নাজির হোসেনকে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

Comments (0)
Add Comment