চুয়াডাঙ্গার পরিবেশক বাংলাদেশ টেলিকমকে জীবননগরে বয়কট

জীবননগর ব্যুরো: বিপণন ব্যবস্থায় চরম অনিয়ম ও স্বেচ্ছাচারিতা এবং মোবাইল ব্যবসায়ীদের নিকট মোবাইল সেট বিক্রি না করে নিজের প্রতিষ্ঠানে অনিয়মের মাধ্যমে উচ্চমূল্যে বিক্রি করে অধিক মুনাফা অর্জনের প্রতিবাদে জীবননগর উপজেলা মোবাইল ব্যবসায়ী সমিতি চুয়াডাঙ্গাস্থ বাংলাদেশ টেলিকমের সাথে আর কোনো ব্যবসা করবে না। গতকাল শনিবার জীবননগর উপজেলা মোবাইল ব্যবসায়ী সমিতির জরুরী সভায় বাংলাদেশ টেলিকমকে বয়কটের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এর ফলে শাওমি, রিয়েলমি ও অপ্পো মোবাইল সেটের চুয়াডাঙ্গা পরিবেশক বাংলাদেশ টেলিকম তার জীবননগর বাজার হারাতে বসতে চলেছে।

জীবননগর উপজেলা মোবাইল ব্যবসায়ী সমিতির পক্ষ হতে অভিযাগ করে জানানো হয়েছে, শাওমি, রিয়েলমি ও অপ্পো মোবাইলের চুয়াডাঙ্গা জেলার পরিবেশক বাংলাদেশ টেলিকম। জীবননগর মোবাইল ব্যবসায়ী সমিতির অভিযোগ বাজারে এসকল সেটের ব্যাপক চাহিদা থাকলেও পরিবেশক তাদেরকে চাহিদা অনুযায়ী মোবাইল সেট সরবরাহ করেন না। বিপণন ব্যবস্থায় চরম অনিয়ম ও স্বেচ্ছাচারিতার আশ্রয় নিয়ে মোবাইল সেট নিজের শো-রুমে রেখে উচ্চমূল্যে বিক্রিসহ ট্রেনযোগে বাইরের জেলাতে পাঠিয়ে থাকে। মোবাইল সেট না পেয়ে ব্যবসায়ীদের মাঝে চরম অসন্তোষ দেখা দিয়েছে। এ অবস্থায় মোবাইল ব্যবসায়ীরা জরুরি সভা ডেকে এ অনিয়ম ও অন্যায়ের প্রতিবাদে বাংলাদেশ টেলিকমকে জীবননগরে বয়কটের সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানা গেছে। জরুরি এ বৈঠকে মোবাইল ব্যবসায়ী মিনাজুল, আব্দুস সবুর, রাসেল ইকবাল, কামাল উদ্দিন ও নূর মোহাম্মদ প্রমুখ বক্তব্য রাখেন।

Comments (0)
Add Comment