চুয়াডাঙ্গার পীরপুর গ্রামে পুকুরে ডুবে এক শিক্ষার্থীর মৃত্যু

ভালাইপুর প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদরের আলুকদিয়া ইউনিয়নের পীরপুর গ্রামে স্কুল শিক্ষার্থী আওলিয়া খাতুন (১১) পুকুরে ডুবে মারা গেছে। সে পীরপুর গ্রামের নতুনপাড়ার আসলাম উদ্দিনের মেয়ে। গতকাল রোববার সকাল ১০টার দিকে বাড়ির অদূরে নতুন মসজিদের পুকুর পাড়ে দাঁড়িয়ে ৩ বান্ধবী পুকুরের মরা মাছ ধরতে যেয়ে অসাবধানতাবসত ৩ জনই পুকুরে পড়ে যায়। স্থানীয়রা দুজনকে উদ্ধার করতে পারলেও খুঁজে পাওয়া যায়নি স্কুল শিক্ষার্থী আওলিয়া খাতুনকে। দীর্ঘক্ষণ খোঁজাখুঁজি করে না পেয়ে খেপলা জাল ফেলে মৃত অবস্থায় উদ্ধার করা হয় স্কুল শিক্ষার্থী আওলিয়া খাতুনকে। এ বিষয়ে পীরপুর গ্রামের মহিবুল হাবীব বলেন, আওলিয়া খাতুনরা ৪ বোন। সে পীরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থী ছিলো। সকাল সাড়ে ১০টার দিকে মসজিদের পুকুরে মরা মাছ ধরতে যেয়ে অসাবধানতাবসত পুকুরে পড়ে যেয়ে মৃত্যুবরণ করে। আওলিয়া খাতুনের অকাল মৃত্যুতে পরিবারসহ গ্রামবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। গতকাল বিকেলে নামাজে জানাজা শেষে গ্রামের কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।

Comments (0)
Add Comment