চুয়াডাঙ্গার বেগমপুর দাখিল মাদরাসার কমিটি গঠনে মনোনয়পত্র সংগ্রহের পর একটি প্যানেলকে হুমকি ধামকি দেয়ার অভিযোগ

বেগমপুর প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদরের বেগমপুর দাখিল মাদরাসার নিয়মিত ম্যানেজিং কমিটি গঠণের লক্ষ্যে নির্বাচনি তফসিল ঘোষণা করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ। মনোনয়পত্র সংগ্রহের পর একটি প্যানেল অপর প্যানেলের সদস্যদের হত্যার হুমকি দেয়া হয়েছে বলে থানায় অভিযোগ দায়ের করেছে। মাদরাসার এ নির্বাচনকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে চাপাউত্তেজনা বিরাজ করছে। চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের বেগমপুর দাখিল মাদরাসার নিয়মিত ম্যানেজিং কমিটি গঠণের লক্ষে ২৮ জুলাই নির্বাচনি তফসিল ঘোষণা করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ। তফসিল অনুযায়ী গত ৪ আগস্ট প্যানেলভুক্ত হয়ে মনোনয়পত্র সংগ্রহ ও জমা দেয় তরিকুল ইসলাম ফারুখ ও হানিফ আলী। মনোনয়পত্র সংগ্রহের পর থেকে উভয়পক্ষের মধ্যে চাপাউত্তেজনার সৃষ্টি হয়। মোহাম্মদ আলী সরকারের ছেলে ফারুখ অভিযোগ করে বলেন, হানিফ আলী তার প্যানেলের লোকজনকে হত্যা, বোমা বা মাদক দিয়ে ফাঁসানোসহ নানাভাবে হুমকি ধামকি দিয়ে আসছে। তাই আমিসহ আমার প্যানেলের সদস্যদের জীবন হুমকির মুখে পড়ায় গতকাল শুক্রবার দুপুরে দর্শনা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছি। হুমকিদাতারা হলেন-চিলমারীপাড়ার হাজি আরশাদ আলির ছেলে হানিফ আলী, আব্দুল হকের ছেলে আলামিন, ইয়াদ আলীর ছেলে রিপন মিয়া ও মতি সরকারের ছেলে আক্তার হোসেন। মাদরাসা সুপার আরেফ উল্লাহ বলেন, দু’টি প্যানেলভুক্ত হয়ে ৫ জন অভিভাবক সদস্য নির্বাচনের জন্য ১০টি ও ১জন শিক্ষক প্রতিনিধি নির্বাচনের জন্য ৩টি মনোনয়পত্র বিক্রি হয়েছে। এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ করেনি। তবে নির্বাচন নিয়ে গ্রামপর্যায়ে একে অপরের প্রতি আক্রোশ বিরাজ করছে বলে শুনতে পারছি। নির্বাচনে ভোটার সংখ্যা ২শ’ জন। মনোনয়পত্র বাছাই ও বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ, মনোনয়পত্র প্রত্যাহার, প্রতীক বরাদ্দ সম্পন্ন হলে আগামী ২৩ আগস্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। আর এ নির্বাচনে প্রিজাইডিং অফিসার হিসাবে দায়িত্ব পালন করছেন চুয়াডাঙ্গা সদর উপজেলা একাডেমিক সুপারভাইজার সোহেল আহমেদ। এ ব্যাপারে হানিফ আলী বলেন, আমাদের বিরুদ্ধে যে অবিযোগ তোলা হয়েছে তা একেবারেই মিথ্যা ও ভিত্তিহীন। একটি পক্ষ গোপনে কমিটি গঠণ করতে যাচ্ছিলো, আমি তা হতে দেয়নি। বিষয়টি জানতে পেরে আমি উপজেলা নির্বাহী অফিসারের নিকট অভিযোগ দিয়ে নির্বাচনের ব্যবস্থা করেছি। নির্বাচনে পরাজয় হবার আশঙ্কা এবং নির্বাচন বানচাল করতেই একটি পক্ষ নানাভাবে ষড়যন্ত্র করে যাচ্ছে। বেগমপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি আসাবুল হক বলেন, দু’টি প্যানলই আমাদের। বেগমপুর ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম ফারুখ ও বেগমপুর ২নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক হানিফ আলী প্যানেল দিয়ে নির্বাচন করছে। যাদের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে তা ঠিক নয়।