পাঁমাইল প্রতিনিধি: চুয়াডাঙ্গার ভুলটিয়ায় আওয়ামী লীগ নেতা ইসমাইলের বিরুদ্ধে জমি জবরদখল করে নেয়ার অভিযোগ উঠেছে। এ অভিযোগ করেছেন একই গ্রামের মৃত কালু সর্দ্দারের ছেলে কলম আলী। ইসমাইল হোসেন কুতুবপুর ইউনিয়নে ৭ নং ওয়ার্ডের আওয়ামী লীগ সভাপতি। জমি ফিরত পাওয়ার জন্য বাংলাদেশ সেনাবাহিনী ক্যাম্পে ও চুয়াডাঙ্গা সদর থানায় লিখিত অভিযোগ করেছেন কলম আলী।
অভিযোগ সূত্রে জানা গেছে, উত্তরাধিকারসূত্রে প্রাপ্ত কলম আলীর দখলীয় ৪.১৬৪ শতক একই গ্রামের মৃত ইজ্জত আলী সদ্দারের ছেলে আওয়ামী লীগ নেতা ইসমাইল হোসেন ও মৃত আলম আলী সদ্দারের ছেলে মহাসিন আলী সর্দ্দার প্রভাব খাটিয়ে ভোগদখল করে আসছেন। আমাদের গ্রামের মাতুব্বারগণ ও স্থানীয় প্রতিনিধি উপস্থিতিতে উভয়পক্ষের সম্মতিতে ভিটা জমির বৈধ কাগজপত্র মোতাবেক মাপ-জোক করে ৭ শতক ভিটা নামীয় জমি আমার দখলে দেয়। অবশিষ্ট অংশসহ দখলে দেয়া ৭ শতক জমিসহ তারা মোট জমি আবারও দলীয় প্রভাব খাটিয়ে তারা দখলে নেয়। আমি একজন সাধারণ নিরীহ মানুষ, প্রতিপক্ষ মারহাটা ও দূর্ধর্ষ প্রকৃতির লোক হওয়ায় তার বিরুদ্ধে ভয়ে কেউ মুখ খুলতে চাই না। আমি সবসময় আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ায় দখলকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া প্রয়োজন।এবিষয়ে কলম আলী আরো জানান,আমার জমি ফিরত পাওয়ার জন্য বাংলাদেশ সেনাবাহিনী ক্যাম্পে ও চুয়াডাঙ্গা সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছি।