চুয়াডাঙ্গার ভুলটিয়ায় সর্প দংশনে স্কুলছাত্রের মৃত্যু : শোকের মাতম

সরোজগঞ্জ/তিতুদহ প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের ভূলটিয়া গ্রামে ঘুমন্ত অবস্থায় সর্প দংশনে রাব্বি হোসেন নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। সে স্থানীয় ভূলটিয়া প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর ছাত্র। গতকাল সোমবার ভোরে তার মৃত্যু হয়।
পারিবারিক সূত্রে জানাগেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের ভূলটিয়া গ্রামের উত্তরপাড়ার মিলন হোসেনের ছেলে রাব্বি হোসেন (১৩) গত পরশু রাতে প্রতিদিনের ন্যায় তার নিজ ঘরে ঘুমিয়ে ছিলো। রাত আনুমানিক সাড়ে ১০ টার দিকে হঠাৎ সে চিৎকার শুরু করে। এ সময় সে দেখে তাকে সাপে দংশন করেছে। পরে তার বাবা মা তার কক্ষে ছুটে যায়। রাব্বি হোসেন তাদেরকে জানায়, তাকে সাপে কামড় দিয়েছে। কিন্তু লাইট জ্বালিয়ে আশেপাশে কোনো সাপ না পেয়ে পোকায় কামড় দিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করে তার বাবা-মা। অনেকটা গুরুত্ব না দিয়েই তাকে ঘুমানোর জন্য বলে রেখে চলে যায়। কিন্তু তার বাবা-মাকে বার বার সাপে দংশন করার কথা বললেও তারা কর্ণপাত করে না। পরে ভোর ৫টার দিকে ঘুম থেকে উঠে দেখে সে মৃত্যুবরণ করেছে। এদিকে বেলা ১১ টার দিকে কবিরাজ নিয়ে এসে তাকে ঝাঁড়-ফুক শুরু করলে অনেক আগেই মারা গেছে বলে তারা জানায়। এদিকে শিশুটির মৃত্যুতে গ্রামের আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে। পরিবারে বইছে শোকের মাতম। গতকাল সোমবার বাদ জোহর জানাজা শেষে গ্রাম্য কবরস্থানে তার দাফন করা হয়।

Comments (0)
Add Comment