চুয়াডাঙ্গার মোহাম্মদজুম্মা গ্রামে গৃহবধূর আত্মহত্যা

বদরগঞ্জ প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর উপজেলার মোহাম্মদজুম্মা গ্রামে হাজেরা বেগম নামের (৪২) তিন সন্তানের জননী গলাই ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। গতকাল সোমবার ভোর ৪টার দিকে এ ঘটনাটি ঘটে। তবে কি কারণে হাজেরা বেগম আত্মহত্যা করেছে এটা এখনো অস্পষ্ট।

পারিবারিক সূত্রে জানাগেছে, গতকাল সোমবার ভোর ৪টার টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের মোহাম্ম্দজুম্মা মাঝেরপাড়ার আব্দুল কাদের স্ত্রী তিন সন্তানের জননী হাজেরা বেগম পরিবারের অজান্তে নতুন নির্মাণধীন রান্নাঘরের আড়ার সাথে ওড়না পেছিয়ে আত্মহত্যা করেন। সকাল ৯টায় রান্নাঘর নির্মাণকারী শ্রমিক ঘরের কাজ করার জন্য ভেতরে প্রবেশ করলে হাজেরা বেগমের ঝুলন্ত লাশ দেখে তারা বিষয়টি এলাকাবাসীকে জানায়। পরে পরিবারের লোকজন স্থানীয়দের সহযোগিতায় হাজেরার ওড়না কেটে নিচে নামায়। এ বিষয়ে হাজেরার ভাই শিবপুর গ্রামের রুহুজ্জেল প্রতিবেদকে বলেন, হাজেরা বেগম দীর্ঘদিন ধরে রক্তচাপ রোগে ভোগচ্ছিলেন। পাশাপাশি পারিবারিক সাংসারিক কলহ কিংবা স্বামীর সাথে মনোমালিনের কারণে তিনি আত্মহত্যা করেছে। হাজেরার পিতা ও পরিবার পক্ষের লোজনের কোনো অভিযোগ না থাকায় পুলিশ সুরতহাল প্রতিবেদন শেষে তার মরদেহ তাদের পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

Comments (0)
Add Comment