চুয়াডাঙ্গার যাদবপুরের সম্রাটের বিরুদ্ধে ৮ বছরের শিশুকে ভুট্টা ক্ষেতে হাত-পা বেঁধে রাখার অভিযোগ

সরোজগঞ্জ প্রতিনিধি: চুয়াডাঙ্গার পুরাতন যাদবপুরের সম্রাটের বিরুদ্ধে ৮ বছরের শিশু জিমকে ভুট্টা ক্ষেতে হাত পা বেঁধে রাখার অভিযোগ উঠেছে। গতকাল শনিবার দুপুর ২টার দিকে শিশু জিমকে কৌশলে ধরে নিয়ে যায় সম্রাট। পরে যাদবপুর মাঠের একটি ভুট্টাক্ষেতে হাত-পা বেঁধে আটকে রাখে সম্রাট। সন্ধ্যা পর্যন্ত পরিবারের লোকজন শিশু জিমকে খুঁজে না পাওয়ায় গ্রামে মধ্যে জানাজনি হয়। এক পর্যায়ে গ্রামে মাইকিং শুরু করা হয়। অবস্থা বেগতিক দেখে রাত সাড়ে ৮টার দিকে শিশু জিমের হাত-পা’র বাঁধন খুলে দেয় সম্রাট। সম্রাটের বিরুদ্ধে এর আগেও জিমকে সিগারেটের আগুন দিয়ে সারা শরীর ঝলসে দেয়ার অভিযোগ রয়েছে। এ বিষয়ে আজ রোববার সালিস হতে পারে বলে গ্রামের একাধিক সূত্রে জানানো হয়েছে।
জানা গেছে, জিম (৮) নানাবাড়ি যাদবপুর গ্রামের আব্দুল মান্নানের বাড়িতে থেকে পড়াশুনা করে। গতকাল শনিবার দুপুরে খাওয়া দাওয়ার পর জিম বাড়ির পাশের বাগানে খেলছিলো। এ সময় পুরাতন যাদপুরের আশাদুলের ছেলে সম্রাট কৌশলে জিমকে মাঠের মধ্যে ভুট্টা ক্ষেতে নিয়ে যায়। ভুট্ট্রা ক্ষেতের মধ্যে হাত পা বেঁধে রাখে। পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি শুরু করে। জিমকে না পেয়ে এক পর্যায়ে মাইকিং শুরু করা হয়। মাইকিং শোনার পর সম্রাট ভুট্টা ক্ষেতের মধ্যে থেকে জিমের হাত পার বাধন খুলে দেয়। পরে রাত সাড়ে ৮টার দিকে জিম বাড়ি ফিরে বিষয়টি পরিবারের লোকজনের কাছে জানায়। জিমের পরিবারের সদস্যরা স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে নিয়ে সম্রাটের বাড়িতে যান।
এই বিষয়ে কুতুবপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড মেম্বার বিল্লাল হোসেন জানান, সম্রাট বিবাহিত সে জিমের খালাকে বিয়ে করতে চাই। সম্রাটের সাথে জিমের খালার বিয়ে দিতে রাজি না হওয়ায় জিমকে আটকে রাখে। এরআগেও জিমকে ধরে তারা সারা শরীর সিগারেটের আগুন দিয়ে ঝলসে দেয় সম্রাট। আগামীকাল (আজ রোববার) এই বিষয় নিয়ে ইউনিয়ন পরিষদে সালিসে বসা হবে।

Comments (0)
Add Comment