চুয়াডাঙ্গার শঙ্করচন্দ্রে ব্যক্তি উদ্যোগে দুস্থদের মাঝে ত্রাণ বিতরণ

সরোজগঞ্জ প্রতিনিধি: করোনা ভাইরাস পরিস্থিতি মোবাবেলায় দুস্থদের মাঝে চুয়াডাঙ্গার শঙ্করচন্দ্রে বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার রাতে ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী শিকদার রাকিব হাসান মানিক ও চুয়াডাঙ্গা সদর উপজেলা চেয়ারম্যান হাজি আসাদুল হক বিশ্বাসের যৌথ উদ্যোগে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন ছয়ঘরিয়া গ্রামের ইউপি সদস্য আপিল উদ্দিন, সুরাফ ম-ল, আনিচ উদ্দিন, বাচ্চু মাস্টার, ডা. জিয়া, শহাশিন আলী, রফিকুল ইসলাম, রিপন মিয়া, হিরা হুজুর, তোরাপ হোসেন, জুয়েল রানা, কামরুল ইসলাম, সালতাব হোসেন, শঙ্করচন্দ্র ইউনিয়নের ১নং ওয়ার্ড আ.লীগের সভাপতি ওহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল হোসেন, ২নং ওয়ার্ড আ.লীগের সভাপতি রতন ম-ল, সাধারণ সম্পাদক মাহাবুল হোসেন, ৩নং ওয়ার্ড আ.লীগের সভাপতি ফকির মোহাম্মদ, সাধারণ সম্পাদক লাবলু হোসেন লাবু, গোলজার হোসেন, আশাদুল হক আশা, আব্দুর রউফ, আবু ছদ্দিন, রফিকুল ইসলাম, মহাশিন মোল্লা, জুয়েল, রিপন, তুরাপ, জব্বারুল ইসলাম, সোহান আলীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। ত্রাণ বিতরণকালে শিকদার রাকিব হাসান মানিক বলেন, শঙ্করচন্দ্র ইউনিয়নের বিভিন্ন গ্রামের মানুষের মতামতের ভিত্তিতে কর্মহীন ও হতদরিদ্র মানুষের তালিকা তৈরি করে আমার সাধ্যমত ত্রাণ তাদের বাড়িতে বাড়িতে পৌছে দিবো। এছাড়া শঙ্করচন্দ্র ইউনিয়নের কোনো মানুষ খাদ্য অভাবে থাকলে আমার সাথে গোপনে যোগাযোগ করলে অতি গোপনে তার হাতে ত্রাণ সামগ্রী পৌছে দেবো।

Comments (0)
Add Comment